October 25, 2024 - 2:25 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনভুল চিকিৎসায় নয়, বিরল রোগে সুহানির মৃত্যু

ভুল চিকিৎসায় নয়, বিরল রোগে সুহানির মৃত্যু

spot_img

বিনোদন ডেস্ক : আমির খানের ‘দঙ্গল’ সিনেমার কথা প্রায় সবারই মনে আছে। ছবিতে জুনিয়র গীতা ফোগাট এবং ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিল জায়রা ওয়াসিম এবং সুহানি ভাটনগর। তাঁদের অভিনয় সকলের মন কেড়েছিল। তবে আজ সেই সব অনুরাগীদের জন্য একটা কালো দিন। মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন জুনিয়র ‘গীতা’ অর্থাৎ সুহানি।

গণমাধ্যমের খবরে বলা হয়, ভুল চিকিৎসায় মারা যায় সুহানি। তবে এবার ঘটনা নিল অন্য মোড়।

ভারতীয় গণমাধ্যমকে সুহানির বাবা পুনীত ভাটনাগর জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের বিরল এক রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালে তার চিকিৎসাও চলছিল।

সুহানির বাবা জানান, বিরল এ রোগ নির্ণয়ের প্রায় দুই মাস আগে তার মেয়ের হাতে ফোলাভাব ছিল। তখনই প্রশ্ন জাগে পরিবারেই। দ্রুত শুরু হয় চিকিৎসা। সেই সময় তাকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ এই অসুখের এটিই নাকি একমাত্র ওষুধ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইচ) তথ্য অনুযায়ী, ডার্মাটোমায়োসাইটিস পেশীতে প্রদাহ সৃষ্টি করা এক বিরল রোগ। যার মূল উপসর্গই হল প্রদাহ ও ত্বকের ব়্যাশ। এই রোগে আক্রান্ত হলে কিছু মাসলে তীব্র প্রদাহ হয়। সেই সঙ্গে তা ফুলে যায়। এটি একটি বিরল রোগ। এটি অন্যান্য মাসলের অসুখের থেকে একেবারেই আলাদা।

এ রোগের লক্ষণগুলো হলো— পেশী দুর্বলতা, ব্যথা, গিলতে সমস্যা, চোখের পাতায় বেগুনি রঙ, ত্বকের বেগুনি-লাল রংয়ের ফুসকুড়ি, শ্বাসকষ্ট।

এই ডার্মাটোমায়োসাইটিস খুবই বিরল অসুখ। ভারতীয় গণমাধ্যম এবিপি’র প্রতিবেদন থেকে জানা যায়, সুহানির বাবা সুমিত ভাটনগর দাবি করেছেন, সারা বিশ্বে মাত্র পাঁচ থেকে ছয়জন মানুষ এটিতে আক্রান্ত হয়েছেন। প্রায় দুই মাস আগে ওর হাতে লাল দাগ দেখা দেয়। আমরা বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছি কিন্তু রোগ নির্ণয় করা যায়নি।

উল্লেখ্য, সুহানি ভাটনগর নীতেশ তিওয়ারির দঙ্গল-এ তার অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। ছবিতে জুনিয়র ববিতা ফোগাটের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। এই স্পোর্টস ড্রামাটিতে আমির খান, জাইরা ওয়াসিম, সানিয়া মলহোত্রা এবং ফাতিমা সানা শেখসহ অন্যান্যরা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সাউথইস্ট ব্যাংক ‘ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন’ এর ওপর দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সাউথইস্ট ব্যাংক পিএলসি. গত ২৪ শে অক্টোবর “ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন সলিউশন-(এফভিএস)” শীর্ষক দিনব্যাপী একটি হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর মাননীয়...

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু...

আরএকে সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ...

মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবর্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা আর্থিক ও...