January 17, 2026 - 4:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যপাঁচ পণ্য রপ্তানিতে আংশিক নগদ সহায়তা পাবে

পাঁচ পণ্য রপ্তানিতে আংশিক নগদ সহায়তা পাবে

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক: পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ও সুবিধা কমানোর দুই সপ্তাহ পার না হতেই তাতে সংশোধনী আনা হচ্ছে। নতুন বাজার, পোশাক খাতের পাঁচ পণ্য এবং কার্যকরের তারিখ—এ তিন বিষয়েই সংশোধনী হচ্ছে। বাকি খাতগুলোতে নগদ সহায়তা যা কমানো হয়েছে, তা–ই বহাল রাখার চিন্তা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক গত ৩০ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে পণ্য রপ্তানিতে নগদ সহায়তা কমানোর ঘোষণা দেয়। এত দিন বাংলাদেশ মোট ৪৩ খাতে নগদ সহায়তা দিয়ে আসছিল।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রোববার গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছে পাঠানো এক চিঠিতে নগদ সহায়তার বিষয়ে কিছু সংশোধনী আনার বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের কথা জানায়। চিঠিতে গভর্নরকে এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারির অনুরোধ করা হয়েছে। চিঠি অনুযায়ী নতুন প্রজ্ঞাপন জারির ব্যাপারে গতকাল থেকেই কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।

নগদ সহায়তা কমানোসহ সংশোধনীর সিদ্ধান্ত এসেছে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে। যা বোঝা গেল সরকারি সিদ্ধান্তে রপ্তানিকারকেরা নীতিগতভাবে একমত। এটা ইতিবাচক দিক।

সরকারি সিদ্ধান্ত হচ্ছে ভারত, জাপান ও অস্ট্রেলিয়া আগের মতোই নতুন বাজার হিসেবে গণ্য হবে। আর সম্পূর্ণভাবে প্রত্যাহার হওয়া পাঁচটি এইচএস কোডের পণ্য আংশিক হারে হলেও নগদ সহায়তা পাবে। এ ছাড়া নগদ সহায়তা কমানোর আগের প্রজ্ঞাপন ১ জানুয়ারির পরিবর্তে কার্যকর হবে ১ ফেব্রুয়ারি থেকে। তবে আগের প্রজ্ঞাপনের মতোই আগামী ৩০ জুন পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ মাসের জন্য নতুন প্রজ্ঞাপন জারি হবে।

নগদ সহায়তা কমানোর প্রজ্ঞাপন জারির পাঁচ দিনের মাথায় গত ৪ জানুয়ারি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা অর্থমন্ত্রীকে অনুরোধ করেছি, এ মুহূর্তে এটা বন্ধ রাখার জন্য। অর্থমন্ত্রী বলেছেন, আলোচনা করে সিদ্ধান্ত দেবেন।’

অর্থ বিভাগ গত ২৮ জানুয়ারি বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। এর দুই দিন পর ৩০ জানুয়ারি বাংলাদেশ প্রজ্ঞাপন জারি করে বলেছে, রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে নগদ সহায়তা ৪ শতাংশের বদলে ৩ শতাংশ হবে, আর ইউরো অঞ্চলে বস্ত্র খাতের রপ্তানিকারকেরা অতিরিক্ত বিশেষ সহায়তা ৩ শতাংশের বদলে ১ শতাংশ পাবেন। তবে পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি কারখানার বাড়তি সুবিধা ৪ শতাংশ বহাল থাকবে।

একই প্রজ্ঞাপনে নতুন পণ্য বা নতুন বাজারে সম্প্রসারণ সহায়তা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়। নতুন বাজারের তালিকা থেকে বাদ দেওয়া হয় ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে। এ ছাড়া তৈরি পোশাক রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করা হয়। বলা হয়, ৫ এইচএস কোডের পোশাক রপ্তানিতে আর নগদ সহায়তা দেওয়া হবে না। পণ্যগুলো হচ্ছে নিট কাপড়ের টি-শার্ট, শার্ট, ট্রাউজার, ওভেন কাপড়ের জ্যাকেট ও ব্লেজার।

সংশোধনীর বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানিয়ে বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমের মন্তব্য চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আপনার কথা যদি সত্যি হয়, তাহলে আমাদের আংশিক দাবি পূরণ হবে। তবে প্রজ্ঞাপনে কিছুতেই আগের তারিখ থেকে কার্যকরের কথা বলা ঠিক হবে না। বরং আগামী ১ জুলাই থেকে কার্যকর হলে তা যথার্থ হবে। কারণ, নগদ সহায়তার ঘোষণা ছিল বলেই তার ভিত্তিতে আমরা সুতা কিনেছি। আবার ৩০ জুন পর্যন্ত বিদেশিদের কাছ থেকে ক্রয় আদেশও পেয়েছি।’

রপ্তানিতে তৈরি পোশাকের পরের অবস্থান হলো চামড়া ও চামড়াজাত পণ্যের। এ খাতে নগদ সহায়তা ১৫ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়। ক্রাস্ট লেদার রপ্তানিতে সহায়তা পুরোপুরি তুলে দেওয়া হয়। তবে ফিনিশড লেদারে ১০ থেকে কমিয়ে করা হয় ৭ শতাংশ। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যে সহায়তা ২০ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। এ ছাড়া পাটপণ্য রপ্তানিতে সহায়তা ২০ থেকে কমিয়ে ১৫ শতাংশ, পাটজাত পণ্যে ১২ থেকে কমিয়ে ৭ শতাংশ এবং পাট সুতায় ৭ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

একইভাবে হালকা প্রকৌশল পণ্যে ১৫ থেকে কমিয়ে ১২ শতাংশ, ওষুধের কাঁচামালে ২০ থেকে ১০ শতাংশ এবং শতভাগ হালাল মাংসে ২০ থেকে ১৫ শতাংশ করা হয়। মোটরসাইকেল, আসবাব, ব্যাটারি, আলু, চা, জাহাজ, প্লাস্টিক দ্রব্য, হিমায়িত চিংড়ি, পেট বোতল ফ্লেক্স, টুপি, শস্য ও শাকসবজির বীজ, আগর, আতর ইত্যাদি খাতেও কমানো হয় নগদ সহায়তা।

অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ৮ হাজার ৬৯০ কোটি টাকার নগদ সহায়তা দেওয়া হয়েছে, যার মধ্যে রপ্তানিমুখী বস্ত্র খাত একাই পেয়েছে ৫ হাজার ৬৯৬ কোটি টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন ইইউর

কপোরেট সংবাদ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম) সারাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। শনিবার...

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...