নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকা হতে দুটি পৃথক অভিযানে ৭৮ কেজি গাঁজা জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় পৃথক পৃথক দুইটি অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অবৈধ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ সোহেল রানা (২৮) মোঃ সুজন (২৮), ও মোঃ আব্দুস সাত্তার সোহাগ (৩০)কে গ্রেফতার করে র্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ৭৮ কেজি গাঁজা ও ২টি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিপিএম (সেবা), পিএসসি।
অধিনায়ক জানান, গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবৎ ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।