October 9, 2024 - 10:30 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যরপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

spot_img

নিজস্ব প্রতিবেদক: রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে গণভবনে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ- এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের বাজার যেমন বাড়াতে হবে তেমনি পণ্য উৎপাদনে বৈচিত্র্যও আনতে হবে।

উৎপাদিত পণ্যের গুণগতমান যেন নিশ্চিত থাকে সেদিকেও ব্যবসায়ীদের বিশেষ দৃষ্টি দিতে বলেন শেখ হাসিনা।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, সাক্ষাৎকালে বিজিএমইএ প্রতিনিধিদলটি ব্যবসা, বাণিজ্য, রপ্তানি ও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ সময় তারা বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে সৃষ্ট কিছু সমস্যাও তুলে ধরলে প্রধানমন্ত্রী তা মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।

প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, শফিউল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ সংগঠনটির অন্যান্য নেতারা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ