December 15, 2025 - 6:54 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকদুর্ধর্ষ ‘মাফিয়া বস’ ধরা পড়ল ৩০ বছর পর

দুর্ধর্ষ ‘মাফিয়া বস’ ধরা পড়ল ৩০ বছর পর

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ তিন দশক বছর ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল ইতালির পুলিশ। কিন্তু ধরবে কী করে? লোকটি যে দেখতে কেমন, সেটাই তো ঠিক করে জানে না পুলিশ। অথচ লোকান্তরে থেকে ঠিকই অপরাধকর্ম চালিয়ে যাচ্ছিলেন দেশটির অন্যতম দুর্ধর্ষ মাফিয়া সংগঠন কোসা নস্ট্রার কথিত প্রধান মাত্তিও মেসিনা দেনারো। অবশেষে ধরা পড়েছেন তিনি।

ইতালির কর্তৃপক্ষ কীভাবে মাফিয়া সিন্ডিকেটগুলোকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে, তার জীবন্ত প্রতীক ছিলেন দেনারো। অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামি এই ‘মাফিয়া বস’ একবার গর্ব করে বলেছিলেন, তার হাতে নিহতদের দিয়ে ‘একটি কবরস্থান ভরে ফেলা যাবে।’

তার অনুপস্থিতিতেই আদালতে বিচার হয়েছিল এবং ২০০২ সালে দেনারোকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ১৯৯৩ সাল থেকে অনেক চেষ্টা করেও তাকে জালে আটকাতে পারছিল না ইতালির পুলিশ। শেষ পর্যন্ত সিসিলির একটি প্রাইভেট ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গত সোমবার (১৫ জানুয়ারি) সকালে পালেরমো শহরের একটি হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন দেনারো। তিনি ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ওই ক্লিনিকে কেমোথেরাপি নিতে গিয়েছিলেন।

এসময় নিরাপত্তা বাহিনীর ১০০ জনেরও বেশি সশস্ত্র সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে মেসিনা দেনারোকে গ্রেফতার করে। সঙ্গে সঙ্গে তাকে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়।

ইতালির গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, খয়েরি রঙের জ্যাকেট ও টুপি পরা দেনারোকে পুলিশের গাড়িতে তোলার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন হর্ষধ্বনি করছে।

মেসিনা দেনারোর বিরুদ্ধে যেসব অপরাধের অভিযুক্ত রয়েছে, তার মধ্যে ১৯৯২ সালে মাফিয়া-বিরোধী কৌঁসুলি গিওভানি ফ্যালকোনে এবং পাওলো বোরসেলিনো হত্যা, মাফিয়া সদস্য থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে যাওয়া এক ব্যক্তির ১১ বছর বয়সী পুত্রকে অপহরণ, নির্যাতন ও হত্যা, ১৯৯৩ সালে মিলান, ফ্লোরেন্স ও রোম এই তিনটি শহরে বোমা হামলা উল্লেখযোগ্য।

এছাড়াও কোসা নস্ট্রা সিন্ডিকেটের হয়ে জালিয়াতি, অর্থপাচার, মাদকপাচারসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন এই মাফিয়া বস।

বলা হয়, সিসিলির আরেক সুপরিচিত মাফিয়া চক্র কর্লিওনি পরিবারের প্রধান টোটো রাইনার শিষ্য ছিলেন মেসিনা দেনারো। এই রাইনাও ২৩ বছর পলাতক থাকার পর ১৯৯৩ সালে ধরা পড়েছিলেন।

মাফিয়া গোষ্ঠীগুলোর মধ্যে মেসিনা দেনারোর নাম ছিল ‘ডায়াবোলিক’। এটি ‘উ সিচ্চু’ নামে একটি কমিক বই সিরিজের এক চোর চরিত্রের নাম- যাকে কখনো ধরা যায় না।

গত কয়েক দশকে বেশ কয়েকবার ধরা পড়তে পড়তে বেঁচে যান মেসিনা দেনারো। এমনই কিছু অভিযানে প্যাট্রিসিয়া নামে তার এক বোন এবং কয়েকজন সহযোগী পুলিশের হাতে ধরা পড়েন। কিন্তু দেনারোর খুব বেশি ছবির খোঁজ পাওয়া যায়নি।

ফলে এই ব্যক্তিটি দেখতে কেমন তা বের করতে পুলিশকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে পুরোনো ছবি জোড়া দিয়ে একটি আনুমানিক চেহারা বানিয়ে নিতে হয়েছিল। এমনকি, ২০২১ সালের আগে তার কণ্ঠস্বরের কোনো রেকর্ডিংও পায়নি পুলিশ।

মেসিনা দেনারো সন্দেহে ভুল করে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে নেদারল্যান্ডসের একটি রেস্তোরাঁ থেকে লিভারপুলের এক ফরমুলা ওয়ান ভক্তকে গ্রেফতার করা হয়েছিল।

তবে সোমবার সকালে সত্যিই যখন দেনারোকে গ্রেফতারের খবর জানা গেলো, তখন ইতালির লোকজন টিভির সামনে ভিড় জমান।

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার ভাই পিয়েরসান্তিকে ১৯৮০ সালে কোসা নস্ট্রার লোকেরা হত্যা করেছিল। সংগঠনটির বস দেনারোকে গ্রেফতার করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ইতালীয় প্রেসিডেন্ট। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। সূত্র: বিবিসি বাংলা

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...