January 17, 2026 - 1:02 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যচুয়াডাঙ্গায় ‘লাগামহীন মাছ-মাংসের বাজার’, নির্ধারিত মূল্য মানছে না বিক্রেতারা

চুয়াডাঙ্গায় ‘লাগামহীন মাছ-মাংসের বাজার’, নির্ধারিত মূল্য মানছে না বিক্রেতারা

spot_img

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গার বাজারে বেড়েছে মাছ-মাংস ও পেঁয়াজের দাম। তবে স্বস্তি ফিরেছে কাঁচা সবজির বাজারে। আর অন্যান্য নিত্যপন্যের দাম প্রতিনিয়ত ওঠানামা করছে। রমজান আসার আগেই রোজার পণ্যের দাম বাড়তে শুরু করেছে। মাংসের দাম নির্ধারন করে দেয়া হলেও তা মানছে না বিক্রেতারা। আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। এদিকে, হঠাৎ করে দাম বেড়েছে পেঁয়াজের বাজারে।

রোববার (৪ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা নিচের বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, গত ২১ জানুয়ারি চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনের সভাপতিত্বে মাংস ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাংসের দাম নির্ধারণ করে দেয় পৌরসভা কর্তৃপক্ষ।

সভায় সিদ্ধান্ত হয় প্রতিকেজি গরুর মাংস বিক্রি করা যাবে ৬২০ থেকে ৬৫০ টাকা কেজি দরে। কিন্তু শুক্র, শনি ও গতকাল রোববার বাজারে গরুর মাংস বিক্রি হয়েছে ৭শ’ টাকা থেকে ৭শ’ ২০ টাকা কেজি দরে। একইভাবে প্রতিকেজি খাসির মাংস দাম নির্ধারণ করে দেয়া হয় ৯শ’ টাক। নিয়ম অমান্য করে বাজারে খাসির মাংস বিক্রি করা হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে। দাম বিক্রি করা নিয়ে মাংস বিক্রেতাদের রয়েছে নানান যুক্তি। একই সাথে দাম বেড়েছে নিম্ন আয়ের মানুষের চাহিদার ব্রয়লার মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি। তবে কিছুটা স্বাভাবিক রয়েছে সোনালি মুরগির বাজারে। দাম বেড়েছে প্যারিস মুরগির। কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজি প্যারিস মুরগির মাংস। তবে এখনো স্বস্তি ফেরেনি মাছের বাজারে। প্রতি কেজি সব ধরনের মাছ কেজিতে ২০ টাকা থেকে ৩০ টাকা বেড়েছে। ফলে মাছ মাংসের বাজারে ক্রেতা সাধারণ হতাশ হয়ে পড়েছেন। এতে নিম্ন ও মধ্যবিত্তরা পড়েছেন চরম বিপাকে। এদিকে, বাজারে পেঁয়াজ সরবরাহে সংকট দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার মেঘলা আকাশ আর গুড়িগুড়ি বৃষ্টির কারণে বাজারের পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় কেজিতে ২০ টাকা বেড়ে পাইকারি পর্যায়ে বিক্রি করা হচ্ছে ৭৫ টাকা থেকে ৮০ টাকা, আর খুচরা পর্যায়ে তা ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। তবে স্বস্তির হাওয়া ফিরেছে কাচা মরিচ, রসুন ও অন্যান্য সব ধরনের কাঁচা সবজির বাজারে। রমজান মাসকে সামনে রেখে ছোলাসহ সব ধরনের ডালের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। আর সয়াবিন তেল আগের দাম অনুযায়ি লিটার প্রতি ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। রমজান মাস যত নিকটে আসবে ততই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে বলে জানান ব্যাবসায়িরা। আর অন্যান্য মশলার দামও কম বেশি ওঠানামা করছে প্রতিনিয়ত।

বাজারে আসা এক ক্রেতা আলমগীর হোসেন বলেন, ‘১ হাজার টাকা কেজিতে খাসির মাংস কিনতে হলো। কিন্তু জানি ৯শ টাকায় বিক্রি হওয়ার কথা। সে নির্দেশনা কোন বিক্রেতা মানছে না। ফলে বাধ্য হয়েই চড়ামূল্যে মাংস কিনতে হচ্ছে।’ আরেক ক্রেতা আব্দুস সামাদ বলেন, ‘রমজান মাস আসার আগেই বাজারে তেল ডাল মাছ মাংসের দাম বেশি। প্রতি সপ্তাহে এই অস্বাভাবিক জিনিসের দাম বাড়তেই থাকে। আয়ের সাথে ব্যয় মেলাতে পারছি না। রোজার আগেই বাজার নিয়ন্ত্রণ করা না গেলে আরও লাগামহীন হয়ে পড়বে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম বলেন, মাংসের দাম নির্ধারণ করে দেয়ার পরও যদি দাম বেশি নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন ডালের দাম একটু বেশি। তবে দাম কম সবজির। সবমিলিয়ে বাজারে দাম ওঠানামা করছে। নিয়মিত বাজার মনিটরিং করার জন্য চেষ্টা অব্যাহত আছে। সামনে রমজান মাসে বাজার যাতে স্বাভাবিক থাকে সেজন্য বাজার মনিটরিং বাড়ানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেফতার ৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে...

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদান সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা...

নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি বিসিবির

স্পোর্টস ডেস্ক: আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া...

আল আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় শরীয়াভিত্তিক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর সঙ্গে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বিশেষ অভিযানে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- সুবর্ণচর উপজেলার মো.আরিফ (২৫) মো.মাসউদ...

শেয়ার কিনবেন স্কয়ার ফার্মার পরিচালক

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের কারণে ক্রিকেটাররা নাজমুল ইসলামের পদত্যাগ না...

জুবিন গার্গের মৃত্যুর কারণ জানাল সিঙ্গাপুর পুলিশ

বিনোদন ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে একটি ইয়ট পার্টিতে অংশ নেওয়ার সময় পানিতে ডুবে মারা যান ৫২ বছর বয়সী ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ।...