October 7, 2024 - 5:23 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়মিছিল থেকে ড. মঈন খান আটক

মিছিল থেকে ড. মঈন খান আটক

spot_img

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে তাকে পুলিশ তাকে আটক করে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব ‘রাজবন্দী’র মুক্তি, সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ ‘এক দফা’ দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) এই কর্মসূচির আয়োজন করে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, উত্তরা থেকে ড. আব্দুল মঈন খান, তার পিএস বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং মনিরুজ্জামান নামে বিএনপির এক কর্মীসহ তিন জনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে গেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী একজন জানান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবর স্থানের সামনে থেকে মঈন খানকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের আরেক সদস্য শায়রুল কবির খান জানান, ‘ড. মঈন খানকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে।’

তিনি জানান, মিরপুর ৬ থেকে মহানগর উত্তর বিএনপির সদস্য (দফতর) জিয়াউর রহমানসহ অনেক নেতাকর্মী আটক হয়েছেন।

এছাড়াও মিছিল থেকে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ চার জনকে আটক করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। অন্য তিন জনের নাম এখনও জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ