নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিককে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানানো হয়, অবিলম্বে এটি কার্যকর হবে।
আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) মো. শাহরিয়াজকে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া লিয়েন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূইয়াকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক করা হয়েছে।