October 9, 2024 - 4:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যভাউচার নিয়ে ব্যবসায়ীদের ভাঁওতাবাজি চলবে না: ভোক্তা ডিজি

ভাউচার নিয়ে ব্যবসায়ীদের ভাঁওতাবাজি চলবে না: ভোক্তা ডিজি

spot_img

নিজস্ব প্রতিবেদক: ভাউচার নিয়ে ব্যবসায়ীদের ভাঁওতাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, ক্রেতাদের পণ্যের ভাউচার দিতে হবে, ভাউচার নিয়ে ভাঁওতাবাজি চলবে না।

আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের সভাকক্ষে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীরা আমাদের কমিটমেন্ট দিয়েছেন, ভাউচার দেবেন। কমিটমেন্ট ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেব। কথা না রাখলে দোকান বন্ধ করে দেব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক মো. এনায়েত উল্লাহ, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কোষাধ্যক্ষ ড. মো. মঞ্জুর-ই- খোদা তরফদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ