January 12, 2025 - 12:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeবিনোদনএবার ব্যবসায় নামলেন শাকিব খান

এবার ব্যবসায় নামলেন শাকিব খান

spot_img

বিনোদন ডেস্ক : এবার নতুন পরিচয় আত্মপ্রকাশ করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি করপোরেট জগতে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন। রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানান পণ্য পাওয়া যাবে।

এ উপলক্ষে শনিবার ( সকাল ১১ টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে জমকালো আয়োজনের মাধ্যমে শাকিব খানের নবযাত্রার ঘোষণা দেওয়া হয়। নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন শাকিব খান। এবার নতুন পরিচয় আত্মপ্রকাশ করলেন বাংলা সিনেমার রাজকুমার।

শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই কোম্পানির পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে।

রিমার্ক এইচবি পরিচালক শাকিব খান বলেন, ‘নকল ও ভেজাল পণ্য দিয়ে দেশের বাজার সয়লাব হয়ে গিয়েছে। দিনের পর দিন নকল পণ্যের পিছনে টাকা ব্যয় করে ভোক্তারা অর্থনৈতিক হয়রানিরও শিকার হচ্ছেন। ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মানুষকে পরিত্রান দিতে, জনসাধারণের দুরবস্থার কথা চিন্তা করে, আমি, আপনাদের ভালোবাসার শাকিব খান, দেশের বাজারে রিমার্কের মাধ্যমে অথেনটিক কসমেটিকস প্রোডাক্ট নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি।

আমরা জানি যে, স্কিন আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গার, এবং স্কিনের যত্নে, আমরা বিভিন্ন সময় নানান রং ফর্সাকারি ক্রিম ও অন্যান্য প্রসাধনী ব্যবহার করি। সেই পণ্যগুলো যদি হয় ভেজাল, তা আমাদের জন্য হয়ে দাঁড়ায় ভীষণ ক্ষতিকর।’

শাকিব খান বলেন, ‘আমরা নিজ কারখানায় সর্বোচ্চ গুনগতমান বজায় রেখে পারফেক্ট স্কিন কেয়ার পণ্য উৎপাদন করে থাকি যা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে। রিমার্ক হবে বাংলাদেশের প্রথম মডেল ইন্ডাস্ট্রি যার মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশ নতুন ভাবে জায়গা করে নিবে। দেশের স্কিনকেয়ার ও কালার কসমেটিকস সেক্টরের সর্বোচ্চ বিনিয়োগকারী প্রতিষ্ঠান রিমার্কের মাধ্যমে আমদানিনির্ভর কসমেটিকস খাত একটি রপ্তানিযোগ্য শিল্প খাতে রূপান্তরিত হচ্ছে।

স্কিনকেয়ার ও কসমেটিকসের ৫০ এরও অধিক ব্র্যান্ড নিয়ে কাজ করছে রিমার্ক, যার মাঝে হারল্যান, সিওডিল, নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন ইতিমধ্যেই ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।’

বক্তব্যের এক পর্যায়ে শাকিব বলেন, ‘আমার এই পরিকল্পনা বাস্তবায়নে আমি বেছে নিয়েছি দেশের সেরা রিটেইল কসমেটিকস চেইন চেইন হারল্যানকে। সারা দেশের সব ধরনের মানুষের সকল প্রকার প্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করতেই দেশের বিভিন্ন স্থানে হারল্যানের নিত্যনতুন শোরুম উদ্বোধন হচ্ছে। দেশজুড়ে এখন পর্যন্ত হারল্যানের মোট ৪০ টিরও বেশি আউটলেট রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কমপক্ষে এক হাজার শোরুম নিয়ে মানুষের কাছে অথেনটিক এবং কোয়ালিটি কসমেটিকস পণ্য পৌঁছে দিবে হারল্যান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন সারা বিশ্বব্যাপি ছড়িয়ে পরবে হারল্যানের সেবার পরিধি।’

তিনি বললেন, ‘আমি আপনাদের আরও জানাতে চাই, আমাদের এই বৃহৎ ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের হাজারো মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে, আপনারা হয়ত জানেন, যে বাংলাদেশে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, আমরা এই সম্পদ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পণ্যসমুহের কাঁচামাল হিসেবে ব্যবহার করব। এর মাধ্যমে খুলে যাবে সম্ভাবনার নতুন এক দুয়ার।’

শাকিব আরো বললেন, ‘দেশের বিদ্যমান সকল নীতিমালা মেনে আমরা এক অভূতপুর্ব দৃষ্টান্ত উপস্থাপন করব এবং নিজেদের দেশসেরা কোম্পানি হিসেবে গড়ে তুলবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সাধারন মানুষের ভালোবাসার কারণেই আমি এতদূর এসেছি, এবার আমি আমার অথেনটিক কসমেটিকস পণ্যের মাধ্যমে আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে পারব। এবং আমার মতই আমার প্রোডাক্টও পুরো দেশ ও দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বব্যাপী আমাদের জন্য সম্মান বয়ে আনবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রিমার্ক’র চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, শাহরিয়ার আলম শুভ (ডিরেক্টর), ফারিহা আলম প্রভা (ডিরেক্টর), আলিসা নাওয়ার (ডিরেক্টর), আবুল বাশার হাওলাদার (ডিরেক্টর) এবং এমদাদুল হক সরকার (সিইও হারল্যান)।

ঢালিউড কিংয়ের গত ঈদের আলোচিত ছবি ছিল ‘প্রিয়তমা’। এখনও এই সিনেমার জয়গান থামেনি। এবার দুই ঈদেই মুক্তি পাবে শাকিবের সিনেমা। হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ যেমন দর্শক লুফে নিয়েছিল তেমনি ‘রাজকুমার’ও রয়েছে প্রত্যাশার শিখরে।

জানা গেছে, ‘রাজকুমার’-এর বাংলাদেশের অংশের শুটিং শেষ। মার্কিন নায়িকা বাংলাদেশের অংশের শুটিং শেষ করে আগেই পাড়ি জমিয়েছেন নিজের দেশে। এবার নায়ক যাবেন তার অংশের শুটিং করতে।

এরই মধ্যে আমেরিকায় শুরু হয়েছে শুটিংয়ের আয়োজন। তবে আমেরিকায় শুধু ‘রাজকুমার’ নয়, আরও দুটি বিজ্ঞাপনচিত্রেরও শুটিং করবেন শাকিব।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এ ছাড়াও রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডা. এজাজসহ অনেকে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলেই জানা গেছে।

এদিকে ‘দামাল’, সুড়ঙ্গ’ খ্যাত নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’ সিনেমায় থাকছেন সুপারস্টার শাকিব খান। প্রথমবারের মতো একসাথে কাজ করবেন রাফী ও শাকিব।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সংখ্যালঘুদের ওপর বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত: পুলিশ প্রতিবেদন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সংখ্যালঘুদের ওপর যেসব আক্রমণ হয়েছে প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ছিল বলে উঠে এসেছে পুলিশের এক...

জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব...

ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির...

সিংগাইরে মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকট, কার্যক্রমে স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকটে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। এতে দৈনন্দিন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও মিলছে...

তাড়াশে ক্ষিরায় স্বপ্ন বুন‌ছে কৃষক

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়া‌শের কৃষকরা ক্ষিরা উৎপাদ‌নে জন্য গা‌ছের প‌রিচর্যায় ব্যস্ত সময় পার কর‌ছেন। তাড়া‌শের মা‌টি ও আবহাওয়া ক্ষিরা চা‌ষের উপ‌যোগী, তাই ব্যাপক...

গফরগাঁওয়ে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে আহতটাইলসমিস্ত্রি যুবক এসএম শাহাদাত হোসেন জয় (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১০ ডিসেম্বর)...

কবরস্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় যুবককে উদ্ধার, পরিচয় নিয়ে ধোঁয়াশা

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর...

মমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুহওয়া কামরুল ইসলাম (২০) জেলার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও গ্রামের নজরুল ইসলামের...