October 7, 2024 - 7:33 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

spot_img

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান ফজলুর রহমান অবৈতনিক উপদেষ্টা পদে থাকার সময় মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালমান এফ রহমান। সেবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান তিনি।

২০১৯ সালের ১৫ জানুয়ারি তার নিয়োগ অবৈতনিক ও পদে থাকাকালে তার মন্ত্রীর পদমর্যাদা ভোগ করার কথা জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ