October 7, 2024 - 3:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশশিবপুরে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ’’

শিবপুরে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ’’

spot_img

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ” স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় নিহত ১০ জন পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ” স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাহরিয়ার।

এসময় উপস্থিত ছিলেন রায়পুরা থানার এএসপি -শিবপুর থানার সার্কেল, ওসি বেলাব থানা, ইন্স: (তদন্ত) সেকেন্ড অফিসার, শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই আফজালসহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জানুয়ারি কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশপ্রেমিক ১০ জন পুলিশ সদস্য। সেদিন নরসিংদী জেলা পুলিশ লাইন্সে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দেশ্যে বেলাব থানা থেকে আসার পথে ঢাকা-সিলেট মহা-সড়কের ঘাশিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে মাছ বোঝাই ট্রাকের সাথে পুলিশের পিক-আপের সাথে মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত) সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

নিহত পুলিশ সদস্যরা হলেন- বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।

পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ