October 7, 2024 - 1:25 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যভোট গ্রহণ চলছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে

ভোট গ্রহণ চলছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে

spot_img

বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫) অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছেস্টাফ এসোসিয়েশন ভবনে। বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এর পর গগনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। সকাল থেকে বন্দর এলাকায় রবরব সাজ। পোস্টারে ছেয়ে গেছে গোটা বন্দর এলাকা। প্রার্থী, ভোটার ও সমর্থকদের থেকে থেকে শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠছে।

এই নির্বাচন সিএন্ডএফ এজেন্টস স্টাফদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই প্যানেলের প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে গত এক মাস ধরে মরিয়া হয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ১ হাজার ৯শ‘ ৪৯ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে ঐক্য পরিষদের রিপন-সাজেদুর ও সমমনা পরিষদের মুজিবর-বাবু দুইটি প্যানেল থেকে ১৭টি পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনকে সামনে রেখে চলছে সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা। এ নির্বাচনে কারা জয়লাভ করে সেটা দেখার জন্য অপেক্ষা করছে গোটা বেনাপোলবাসী। সর্বত্র আলোচনা এ নির্বাচনকে ঘিরে।
এ নির্বাচনকে কেন্দ্র করে উভয় প্যানেলের প্রার্থীরা বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়া, ঝিকরগাছসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়েছেন অফিস ও বাড়ি বাড়ি। নিবাচর্নী প্রচার প্রচারনায় দু’টি প্যানেল শক্ত অবস্থানে রয়েছেন। সবাই ধারনা করছে এবার নতুন পুরাতন মুখের সমন্বয়ে প্রার্থীরা নির্বাচিত হবে। তবে সভাপতি ও সাধারন সম্পাদক পদে লড়াই হবে হাডাহাডি।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ জানান, নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার সকল প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা বা কোন প্রার্থীর কোন অভিযোগ পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কোন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে তাদের দায়িত্ব পালন করছে। বেলা ৩টা পর্যন্ত ৮০ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন। সচ্ছতার সাথে গণনার পর বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।.

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ