পুঁজিবাজার ডেস্ক: বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এ সময় নবনিযুক্ত অর্থমন্ত্রীকে ডিএসইর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বাধীন ডিএসই। এ সময় ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সফলতা কামনা করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।