October 7, 2024 - 11:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলারাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন সাকিব

রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন সাকিব

spot_img

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট মাঠের পর এবার রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে হয়েছেন সংসদ সদস্য।

রোববার (৭ জানুয়ারি) ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল ইসলাম ডাব প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯৩৩ ভোট।

এর আগে রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এরপর শুরু হয় গণনা।

এদিন সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাকিব আল হাসান। ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, “আশা করছি, মানুষ তার নাগরিক অধিকার হিসেবে ভোট দিতে আসবেন।”

সদর উপজেলার একাংশ ও শ্রীপুর নিয়ে গঠিত মাগুরা-১ আসন। সাকিব আল হাসানের প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কে এম মোতাসিম বিল্লা ও তৃণমূল বিএনপির সনজয় কুমার রায়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাগুরা-১ আসনে মোট ভোটার চার লাখ ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৮৬২ জন, নারী ভোটারের সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৬২১। ভোটকেন্দ্র মোট ১৫২টি।

আরও পড়ুন:

ঢাকার ২০টি আসনে জয়ী হলেন যারা

শেরপুরে ২টি আসনে নৌকা, একটিতে স্বতন্ত্রের জয়

হেরে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ