October 8, 2024 - 1:39 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী শেখ হাসিনা

spot_img

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বমোট ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

গোপালগঞ্জ-৩ আসনে মোট কেন্দ্র ১০৮। ইতোমধ্যে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম-এনপিপি) ভোট পেয়েছেন ৪৬০টি। আরেক প্রার্থী মাহাবুর মোল্যা (গোলাপ ফুল-জাকের পার্টি) পেয়েছেন ৪২৫ ভোট।

আজ রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। বিপুল উৎসাহ ও আগ্রহ নিয়ে ভোট দেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ