স্পোর্টস ডেস্ক : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা নিজেদের শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। শুরু থেকেই সাকিবের প্রচারণায় অংশ নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার তাতে অংশ নিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার পর মাগুরায় পা রাখেন মাশরাফী।
মাশরাফী নিজেও দ্বিতীয়বারের মতো দাঁড়িয়েছেন নির্বাচনে। নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। নিজের প্রচারণার মধ্যেই হাজির হলেন মাগুরায়। ক্রিকেট মাঠের অনুজ রাজনীতির ময়দানে প্রথমবার। তাকে সাহস দিতে মাগুরা ছুটে গেলেন মাশরাফী। সাকিবকে সঙ্গে নিয়ে জিপে করে চালালেন প্রচারণা। ভোটারদের মাঝে বিতরণ করলেন লিফলেট।
মনোনয়ন পাওয়ার পরপরই সাকিবকে শুভকামনা জানিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্রিকেটার । পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।
এ সময় মাশরাফী ও সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার। জিপে এ দুজনের সঙ্গে দেখা যায় রনি তালুকদার, সৌম্য সরকার, আবু হায়দার রনিকে। ছিলেন মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও।
এর আগে গতকাল সৌম্য, রনি ও সাব্বির রহমানরা অংশ নিয়েছিলেন সাকিবের নির্বাচনি প্রচারণায়। বিভিন্ন দোকানে ঘুরে বিতরণ করেন লিফলেট। জাতীয় দলের হয়ে খেলা নাজমুল অপু, রুবেল হোসেনরাও সাকিবের জন্য ভোট চাইছেন। মাঠের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডারকে মাগুরা-১ আসনের নেতৃত্বে আনতেই তারকাদের এমন তোড়জোড়।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রথমবারের মতো সংসদ সদস্য হতে নির্বাচনে অংশ নিচ্ছেন সাকিব।