December 26, 2024 - 12:49 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআইন-আদালতদুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি: অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টে

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি: অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টে

spot_img

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপন করে দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ কেনার অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি জানিয়ে ৩০ দিনের মধ্যে চারটি সংস্থাকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি রুলও জারি করেন আদালত। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান বেআইনিভাবে দুবাইয়ে মানিলন্ডারিং করে বাড়ি, ফ্ল্যাট বা অন্য কোনো সম্পদ গড়েছেন- তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে। আইন ভঙ্গ করে গড়া এসব বাড়ি ও অন্য সম্পদে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না-তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আগামী ১৯ ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ রেখেছেন আদালত।

গত ১০ জানুয়ারি ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’ শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে সুপ্রিমকোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস ১২ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এবং দুদকের পক্ষে সিনিয়র এডভোকেট খুরশীদ আলম খান শুনানি করেন। এছাড়াও আইনজীবী সৈয়দ সায়েদুল হক শুনানিতে অংশ নেন।

এর আগে বিদেশি ব্যাংকগুলো, বিশেষ করে সুইস ব্যাংকে বাংলাদেশের অনেক নাগরিক ও কোম্পানির জমা রাখা পাচারের অর্থ উদ্ধারে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সুবীর নন্দী দাসসহ সুপ্রিমকোর্টের দুই আইনজীবী একটি রিট করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৮ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। ওই রিটের ধারাবাহিকতায় দুবাইয়ে বাংলাদেশিদের সম্পত্তি কেনার অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে-গোপনে বিপুল পরিমাণ মূলধন স্থানান্তরিত হচ্ছে দুবাইয়ে। এ অর্থ পুনর্বিনিয়োগে ফুলেফেঁপে উঠছে দুবাইয়ের আর্থিক, ভূসম্পত্তি, আবাসনসহ (রিয়েল এস্টেট) বিভিন্ন খাত। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সিএডিএস) সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রোপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি জমি-বাড়ি কেনার তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার। তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের অনেক বেশি ব্যয় করতে হয়েছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল চেয়ে আনা রিট খারিজ

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

নরসিংদীতে শিবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে ইয়াবাসহ মহিলা মাদক কারবারি গ্রেফতার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার চক্রধা ইউনিযনের...

যশোরের শার্শা উপজেলায় নানা আয়োজনে বড়দিন উদযাপিত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বাইবেল পাঠ করে...

বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে...

নালিতাবাড়িতে জুলাই বিপ্লবের গ্রাফিতির উপর লেখা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনের নানা চিত্র ফুটে উঠে দেশের বিভিন্ন স্থাপনার দেয়ালে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের...

ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল আসছে বৃহস্পতিবার

অর্থ-বাণিজ্য ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান আসবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)। ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার...

বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে আমেরিকা প্রবাসী বাংলাদেশী ডাক্তারের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার এক প্রবাসী ডাক্তার আমেরিকার থেকে বাংলাদেশে ফেরার পথে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্ট বিমানবন্দরে হার্ট অ‍্যাটাকে মৃত্যু বরণ করেছে। নিহত...

সিংগাইরে বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহম্মেদের স্মৃতি বিজড়িত স্কুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর)...

সংবাদ প্রকাশের জেরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সংবাদ প্রকাশের জের ধরে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে ঢুকে সাংবাদিককে মারপিটের ঘটনায় শাহজাদপুর থানা অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক। বুধবার...