November 18, 2025 - 10:12 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকসিন্ধুর পানি ছেড়ে দিলো ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

সিন্ধুর পানি ছেড়ে দিলো ভারত, বন্যার কবলে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর

spot_img

আন্তর্জাতিক ডেস্ক : কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই ভারত শাসিত কাশ্মীরে থাকা একটি বাঁধ দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে পাকিস্তানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের এই পদক্ষেপের কারণে ঝিলম নদীর দুই কিলোমিটারেরও বেশি এলাকায় ২২ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে যার ফলে দেখা দিয়েছে বন্যা।

পাকিস্তানি কর্তৃপক্ষ বলেছে, নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে ইতোমধ্যে স্থানীয় অধিবাসীদের আংশিক বন্যার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের নদীর তীর থেকে দূরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং দেশটির ইন্দুস পানি চুক্তি বাতিল করে দেওয়ার পর একতরফাভাবে কোনো সতর্কতা ছাড়াই নদীতে পানি ছেড়ে দেওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

ভারতের এই পদক্ষেপে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। তারা বলেছে, এই ঘটনা আন্তর্জাতিক আইনকে প্রশ্নের মুখে ফেলেছে। কর্মকর্তারা বলছেন, ঝিলম নদীতে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ। পাকিস্তান ভারতের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এ ধরনের সঙ্কট তৈরি না হয় সেজন্য ভারতের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

নদীতে অতিরিক্ত পানি প্রবাহের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদে স্থানীয় অধিবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাটিতে আকস্মিক বন্যা মোকাবিলায় নেওয়া হয়েছে জরুরি ব্যবস্থা। ওইসব এলাকার মসজিদগুলো থেকে মাইকের মাধ্যমে লোকজনকে পানির কাছাকাছি না যেতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তাদের বন্যাপ্রবণ এলাকা থেকে দূরে সরে যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই কর্মকাণ্ডের ফলে প্রতিবেশী দেশ দুটোর মধ্যে উত্তেজনা চরম আকার নেবে। ঝিলম নদীর অতিরিক্ত পানি পাকিস্তানের মাঙ্গলা বাঁধ পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং সেখানকার পরিস্থিতি সামল দিতে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তান। সূত্র-এআরওয়াই নিউজের।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ে...

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা দোষী সাব্যস্ত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)...

শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রমোদতরী হিসেবে দেশের অভ্যন্তরীণ নৌ-পথে আজ শনিবার চালু করা হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’। শনিবার (১৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস...

ভোটের আগে জাল নোট ছড়ানোর আশঙ্কা, বেনাপোল-শার্শা সীমান্তে কড়া নজরদারি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাল নোট ছড়ানোর আশঙ্কায় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। তারা বলছে, কিছু মহল নির্বাচনকালীন...

ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

ওরিয়ন ইনফিউশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত...

নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....