নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, করব না। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমি জাতির পিতার কন্যা। কারও কাছে মাথা নত করি না, মাথা নত করব না। খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দেয়নি বলে ষড়যন্ত্র করে আমাদের আসতে দেয়নি। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে এককভাবে ২৩৩টি সিটে জয়ী হয়। আর বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছিল। যে কারণে তারা ২০১৪ সালে নির্বাচন করেনি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভূমিহীন ৩৩ জেলা ভূমি হীন গৃহহীন মানুষ ঘর পেয়েছে। ৮ লাখ ৪১ হাজার পরিবার ঘর পেয়েছে। ঢাকার বস্তিবাসীদের আমরা ফ্ল্যাট তৈরি করে দিয়েছি। বয়বৃদ্ধদের জন্য আমরা বয়স্কভাতা চালু করেছি। ৫৮ লাখ মানুষ বয়স্ক ভাতা পাচ্ছেন। বিধবা ও স্বামী পরিস্ত্যক্ত ২৬ লাখ মানুষ। ২৯ লাখ ১০ হাজার মানুষকে আমরা ভাতা দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ভূমিহীন ৩৩ জেলা ভূমি হীন গৃহহীন মানুষ ঘর পেয়েছে। ৮ লাখ ৪১ হাজার পরিবার ঘর পেয়েছে। ঢাকার বস্তিবাসীদের আমরা ফ্ল্যাট তৈরি করে দিয়েছি। বয়বৃদ্ধদের জন্য আমরা বয়স্কভাতা চালু করেছি। ৫৮ লাখ মানুষ বয়স্ক ভাতা পাচ্ছেন। বিধবা ও স্বামী পরিস্ত্যক্ত ২৬ লাখ মানুষ। ২৯ লাখ ১০ হাজার মানুষকে আমরা ভাতা দিচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে ২০০৯ থেকে ২০২৩ এই ১৫ বছর ক্ষমতায় আছে।
জনসভায় মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা , রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে আসেন। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজের জনসভায় যোগ দেন। জনসভা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে স্লোগান ও অভিবাদন দিয়ে বরণ করে নেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। জনসভা সফলে কাজ করেছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি আছে, তা নিরসন হবে।