January 15, 2026 - 1:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়ডা. মুরাদের নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ১০

ডা. মুরাদের নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ১০

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসানের নির্বাচনি কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) রাতে সরিষাবাড়ি পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন—ফারুক হোসেন (২৬), রুকন মিয়া (২৮), কফিল সরকার (২৫), রুবেল মিয়া (২৮), হামজা (১৮) ও ফরহাদ হোসেন (২২)। বাকিরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

স্থানীয়রা জানান, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পক্ষে কয়েকজন মিছিল বের করেন। পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালের নৌকা প্রতীকের এক সমর্থক তাদের ধমক দেন। সেই সঙ্গে মিছিল থেকে দুই কিশোরকে ডেকে নিয়ে চড় মেরে নৌকার পক্ষে মিছিল করতে বলেন। পরে তারা মিছিল বাদ দিয়ে ঈগলের নির্বাচনি ক্যাম্পে চলে যায়। একপর্যায়ে নৌকার সমর্থকরা দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোটা নিয়ে ঈগল প্রতীকের নির্বাচনি ক্যাম্পে হামলা করে। হামলায় নির্বাচনি প্রচারণা ক্যাম্পসহ দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে মুরাদ হাসানের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ না করায় যোগাযোগ সম্ভব হয়নি।

মুরাদ হাসানের নির্বাচনি প্রচার প্রচারণার প্রধান প্রতিনিধি পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল বলেন, ‘নৌকার সমর্থকরা আমাদের নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি করে। অফিস ভাঙচুর করে। নেতাকর্মীদের অতর্কিত হামলা করে মারধর করে আহত করেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। প্রশাসনিকভাবে এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।’

নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমানের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

এ ঘটনার বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ খবর এনটটিভি।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব ২০ লাখের মাইলফলক ছাড়িয়েছে

কর্পোরেট ডেস্ক: এনআরবিসি ব্যাংকের আমানত হিসাব (অ্যাকাউন্ট) সংখ্যা ২০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। এক বছরে অ্যাকাউন্ট বেড়েছে ৪ লাখেরও বেশি। ব্যাংকের প্রতি আস্থা ও...

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪ টায় প্রধান...

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ...

২১ জানুয়ারি থেকে ৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমোর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ২১ জানুয়ারি থেকে ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা...

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার...

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

অর্থ-বাণিজ্য ডেস্ক: বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে এবং আগামী দুই অর্থবছরে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী হওয়ার...

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বর্জনের...

‘ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছি, খারাপ খেললে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি’

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তার মাঝে ক্রিকেটারদের পাওনা ও ক্ষতিপূরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত পরিচালক...