নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন । আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই দেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে, বিনামূল্যে বই পাচ্ছে শিক্ষার্থীরা, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে যারা নিম্নবিত্ত তাদের জন্য ভর্তুকি মূল্যে খাবার তুলে দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সমাজের প্রতিটি শ্রেণির উন্নয়ন করছি।
শেখ হাসিনা বলেন, দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার চালু করেছে আওয়ামী লীগ সরকার। সকলের হাতে হাতে আজ মোবাইল।
তিনি বলেন, প্রতি বছর বিনামূল্যে শিক্ষার্থীদের বই দিচ্ছে সরকার। এবারও নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
নির্বাচনী প্রচারে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের সরকারি তারাগঞ্জ কলেজ মাঠে সভাস্থলে পৌঁছেন বেলা ১১টা ৫০ মিনিটে। সকাল থেকেই মিছিলযোগে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত হতে শুরু করেন। রিকশা-ভ্যান কিংবা পায়ে হেঁটে দলে দলে নির্বাচনী সভায় যোগ দেন তারা।