বিনোদন ডেস্ক : দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি গত সেপ্টেম্বরে বাংলাদেশসহ একযোগে কানাডা ও আমেরিকার সিনেমা হলে মুক্তি পেয়েছিল। বেশ সাড়া পেয়েছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার ছবিটি। এবার ওটিটি প্ল্যাটফর্ম টফিতে স্ট্রিমিং করা যাচ্ছে ‘অন্তর্জাল’।।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম টফিতে স্ট্রিমিং হচ্ছে তারকাবহুল এই ছবি। স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বলছে, যেকোনো নেটওয়ার্ক থেকে টফি’তে ‘অন্তর্জাল’ দেখা যাবে একদম ফ্রি!
‘অন্তর্জাল’ সিনেমাটিতে উঠে এসেছে সাইবার নিরাপত্তা, হ্যাকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির নানান আলোচিত ইস্যু। সিনেমা হলে এটি খুব বেশি দর্শক না পেলেও সমালোচকরা ‘অন্তর্জাল’-এর প্রশংসা করেছেন। অনেকে ছবিটিকে ‘স্মার্ট যুগের স্মার্ট ছবি’ও বলেছেন।
এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, মাশরুর ইনান, অমিত সিনহাসহ আরও অনেকে