গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সকাল থেকে শুরু হয়েছে। জেলার ৫টি আসনে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দের পর স্বতন্ত্র প্রার্থীরা শো ডাউন করেন।
গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের রাজবাড়ী মাঠে গাজীপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল, গাজীপুর ২ এর স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন ও গাজীপুর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান ভোট চেয়ে বক্তৃতা করেন।