নিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড।
রোববার (২৬ নভেম্বর) সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন।
বোর্ড এছাড়াও মজুরি কাঠামোতে গ্রেডের সংখ্যা পাঁচটি থেকে কমিয়ে চারটি করেছে।
এর আগে, গত ৭ নভেম্বর মজুরি বোর্ড বেতন গ্রেডের সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচে নামিয়ে এনেছিল।
বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, খসড়া গেজেটে ৫টা গ্রেড ছিল; সেটা আমরা ৪টায় নিয়ে এসেছি। সর্বনিম্ন গ্রেডে (পঞ্চম) যে ১২ হাজার ৫০০ টাকা ছিল সেটা ঠিকই রাখা হয়েছে। অর্থাৎ এখনকার চতুর্থ গ্রেডেও ১২ হাজার ৫০০ টাকা মজুরি হবে।
আগের চতুর্থ গ্রেডকে তৃতীয় গ্রেডের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। ফলে চতুর্থ গ্রেডে যাদের ১৩ হাজার ২৫ টাকা পাওয়ার কথা ছিল তারা তৃতীয় গ্রেডের ১৩ হাজার ৫৫০ টাকা করে পাবেন। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ২৭৩ টাকা করা হয়েছে। প্রথম গ্রেডে ১৪ হাজার ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ৩৫ টাকা করা হয়েছে।
চেয়ারম্যান বলেন, মালিক ও শ্রমিকপক্ষ থেকে যে আপত্তি দিয়েছিল সেটা পর্যালোচনা করে আজ চূড়ান্ত করেছি। মালিকপক্ষ থেকে ১৭৩টি সংগঠন আপত্তি ও সুপারিশ দিয়েছে। শ্রমিক সংগঠন থেকে ২৫টি সংগঠন আপত্তি ও সুপারিশ করেছে।