সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৫ (বেলকুচি–চৌহালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার দুপুরে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহানের কার্যালয় থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় মনোনয়নপত্র গ্রহণ করেন বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুব রশিদ শামীম।
মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান সকল প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।


