নিজস্ব প্রতিনিধি: “দেশীয় জাত, উন্নত প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণী সপ্তাহ–২০২৫ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করে ২৬টি স্টল, যেখানে খামারিরা তাদের পালিত গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, দুধ ও ডিমসহ বিভিন্ন প্রাণিসম্পদ –উৎপাদিত পণ্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ। সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিয়া আক্তার এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “হাঁস-মুরগি ও গাভী পালন শুধু পারিবারিক পুষ্টি–চাহিদা পূরণে সহায়তা করে না, বরং বাড়তি আয়েরও সুযোগ সৃষ্টি করে। দেশি দুধ ও ডিম উৎপাদনে ব্যয় কিছুটা বেশি হলেও প্রাণিসম্পদ দপ্তর খামারিদের নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি দেশীয় জাত সংরক্ষণ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে আরও জোর দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সফল খামারি শিল্পী আক্তারসহ আরও অনেকে বক্তব্য দেন। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বক্তারা উল্লেখ করেন, দেশের দুধ ও ডিম উৎপাদন গত এক দশকে চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় বাজারের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে। করোনার পরে খামারিদের জন্য সরকারি প্রণোদনার কথাও এসময় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


