নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মোঃ আলী হাসান গাজী (৩২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক ফেলার বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী হাসান গাজী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ঘাঘরকান্দা এলাকার আঃ হক গাজীর ছেলে। সে বর্তমানে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ডিবি মানিকগঞ্জ (পূর্ব) এর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় জনৈক ফেলা মিয়ার বাড়ির পূর্ব পাশ থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ আলী হাসান গাজীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আলী হাসান গাজীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা ইতোমধ্যে আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় সিংগাইর থানায় নতুন একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:
সিংগাইরে সারফিন হত্যা: বহিষ্কৃত ছাত্রদল নেতা রউফুলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা


