ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের দশ দিন পর বিলের পানিতে ভাসমান অবস্থায় থাকা আব্দুর রশিদ (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) রাতে তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের চাড়িয়া বিলে লাশটি পাওয়া যায়।
বৃদ্ধ আব্দুর রশিদ উপজেলার তারাকান্দা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বাসিন্দা এবং মৃত উসমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, গত ১০ অক্টোবর নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পর রবিবার রাতের দিকে বিলের পানিতে মৃত অবস্থায় তার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারাকান্দা থানার এসআই মোঃ আলাল উদ্দিন জানান, মানসিকভাবে কিছুটা অপ্রকৃতস্থ ছিলেন আব্দুর রশিদ। তিনি গত ১০ অক্টোবর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানার হেফাজতে ছিল এবং এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


