চুয়াডাঙ্গা প্রতিনিধি: জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জুলাই সনদে সবার স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার গণতান্ত্রিক অধিকার আছে। সবার ভিন্নমত পোষণের সুযোগ আছে। যেসব দল ভিন্নমত পোষণ করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি আমাদের ধারণা তারা ভবিষ্যতে স্বাক্ষর করবে। কেননা, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান বলেছেন, যেসব দল স্বাক্ষর করেনি, তাদের জন্য ভবিষ্যতেও সুযোগ আছে।’ জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে দেশের উন্নয়নে গতিশীলতা আনবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর দেশে নির্বাচন নিয়ে আর কোন সমস্যা নেই। জাতীয় নির্বাচন জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই হবে বলে বিএনপি প্রত্যাশা করে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নিজ বাসভবন থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি। এরপর বড় বাজার, হাসান চত্বর ও কাচা বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম. এ. তালহা, বিএনপি নেতা শহিদুল ইসলাম রতন, মকলেছুর রহমান মকলেস প্রমুখ।


