December 5, 2025 - 7:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদপ্রিমিয়ার ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন: ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

প্রিমিয়ার ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন: ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

spot_img

কর্পোরেট ডেস্ক: গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে এবং পরিবর্তনশীল ডিজিটাল যুগের চাহিদা মেটাতে আজ প্রিমিয়ার ব্যাংক তাদের নতুনভাবে সাজানো ওয়েবসাইট উদ্বোধন করেছে।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বনানীতে অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আরিফুর রহমান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; স্বতন্ত্র পরিচালক অধ্যাপক শেখ মোর্শেদ জাহান; স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, FCS, CCEP-1, CGIA; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও সৈয়দ আবুল হাশেম, FCA, FCMA; এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগ প্রধান এস এম ওয়ালি উল মোরশেদসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উন্নত ইউজার এক্সপেরিয়েন্স এবং অধিকতর কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ডাইনামিক, সুরক্ষিত এবং তথ্যবহুল নতুন ওয়েবসাইটটি ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকের বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে একটি ইনফরমেশন হাব হিসেবে কাজ করবে যা ব্যাংকের সব ডিজিটাল এবং নিত্যনতুন পরিষেবায় সমৃদ্ধ থাকবে।

নতুন এই ওয়েবসাইটটি দীর্ঘ গবেষণা, গ্রাহকের মতামত এবং প্রযুক্তিনির্ভর বিনিয়োগের ফল। গ্রাহকের সুবিধা নিশ্চিত করে এখানে আধুনিক, আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব ডিজাইন আনা হয়েছে। প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:

•অসাধারণ ডিজাইন ও ব্যবহার অভিজ্ঞতা (UI/UX): ওয়েবসাইটে এসেছে আধুনিক ভিজ্যুয়াল ডিজাইন এবং উন্নত ইউজার ইন্টারফেস (UI)। উন্নত মোবাইল রেসপন্সিভনেস থাকায় এটি যেকোনো ডিভাইস থেকে সহজে ব্যবহার করা যায়, যা ব্যাংকিং সেবাকে করেছে ‘যে কোনো সময়, যে কোনো স্থানে’ অ্যাক্সেসযোগ্য।

•সর্বোচ্চ নিরাপত্তা ও গতি: নতুন .BANK ডোমেইনে স্থানান্তর অনলাইন লেনদেনের নিরাপত্তা আরও সমৃদ্ধ করেছে। একইসাথে, পারফরম্যান্স ও স্পিড অপ্টিমাইজেশন এবং SEO অপ্টিমাইজেশন দ্রুত অ্যাক্সেস ও সার্চ ইঞ্জিনে উন্নত প্রযুক্তি নিশ্চিত করে।

•সহজ কার্যকারিতা: গ্রাহকরা সহজেই অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবেন। এখন ক্রেডিট কার্ড আবেদন, নতুন অ্যাকাউন্ট খোলা, পিমানি ও কুইক এক্যাউন্ট সেবাসহ বিভিন্ন ডিজিটাল প্রোডাক্টের সুবিধা নেওয়া আরও সহজ। এখানে প্রিমিয়ার ৩৬০ ডিজিটাল ইন্টিগ্রেশনও রয়েছে, যেমন ট্যাক্স জমা দেওয়া এবং সহজ ওয়ার্কফ্লো সেবা।

•লোকেটর সার্ভিস: উন্নত ফিচারের মাধ্যমে গ্রাহকরা খুব দ্রুত নিকটস্থ প্রিমিয়ার ব্যাংকের শাখা, উপশাখা, এটিএম ও এজেন্ট ব্যাংকিং আউটলেট খুঁজে নিতে পারবেন।

ড. আরিফুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “এই ওয়েবসাইট আমাদের উদ্ভাবন এবং গ্রাহকসেবার উৎকর্ষতা নিশ্চিত করার অঙ্গীকারের প্রতিফলন। আমরা আমাদের গ্রাহকদের আরও কার্যকর, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সলিউশন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নত নিরাপত্তা ও গ্রাহকবান্ধব ডিজাইনের সমন্বয়ে প্রিমিয়ার ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এখন আগের চেয়ে অনেক সহজ ও নিরাপদ।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...