কর্পোরেট সংবাদ ডেস্কঃ আজ সোমবার (৬ অক্টোবর, ২০২৫) চ্যানেল আই এর মুস্তাফা মনোয়ার স্টুডিওতে ওশি’র এক প্রেস ব্রিফিংয়ে বক্তারা দেশের চামড়া শিল্পের বর্তমান শ্রমিক অধিকার পরিস্থিতি, তাদের নিম্নতম মজুরি, চাকুরির নিশ্চয়তা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিধান সমূহের যথাযথ প্রয়োগ, পেশাগত নিরাপত্তা ব্যবস্থা ও দুঘটনায় ক্ষতিক্রান্ত শ্রমিকেরা যথাযথ ক্ষতিপূরণ প্রদান, কর্মক্ষেত্রে দুর্ঘটনা সমূহের তথ্য সংরক্ষণ ও বাস্তব পরিসংখ্যান চিত্র প্রকাশ, সুষ্ঠু রাসায়নিক ও বজা ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা, আইএলও কনভেনশন ১৫৫ (পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা), কনভেনশন ১৮৭ ( কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়ন) এবং কনভেনশন ১৯০ (সহিংসতা ও হয়রানি প্রতিরোধ) অনুসমর্থনের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে অবহিত করা, চামড়া শিল্পের জন্য একটি অভিন্ন টিসিটি গঠণ, ট্যানারি কারখানায় প্রি-ট্রিটমেন্ট কার্যকর করা, চামড়া শিল্পকে ইপিজেড এর আওতায় নিয়ে যাবার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ, লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ অর্জনে মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং একটি মানসম্মত কর্মক্ষে প্রতিষ্ঠায় বাস্তবসম্মত দাবীগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও সলিডার সুইসের নেতৃত্বে বাস্তবায়িত বিল্ডিং এ সাসটেইনাবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে মূল বাস্তবায়নকারী সংস্থা এশি ফাউডেশনের উদ্যোগ সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডি (BILS), স্বাস্থ্য কেন্দ্র (GK) প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন (POJF) ও সবুজের অভিজান ফাউন্ডেশন (SOF) এর অংশগ্রহণে বিশ্ব শোভন কর্ম দিবস (অক্টোবর) ২০২৫ উপলক্ষ্যে আজ ৬ অক্টোবর ২০২৫ (সোমবার) চ্যানেল আইয়ের মুস্তাফা মনোয়ার স্টুডিওকে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। নিসটির প্রতিপাদ্য হচ্ছে “গণতন্ত্রই শোভন কাজের ব্যবস্থা কৰে
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন (POJF) এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ের ঘোষণাপত্র পাঠ করেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন ড. এস এম মোর্শেদ। এছাড়া উন্নয়ন সংস্থা সলিতার সুইসের প্রোগ্রাম ম্যানেজার কামরুল আহসান ও ওশি ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প প্রধান মো: আলম হোসেন অতিথির আসন গ্রহণ ও আলোচনায় অংশগ্রহণ করেন। প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সহযোগী সংস্থার বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।
চামড়া শিক্ষে শোভন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আজকের আয়োজিত প্রেস ব্রিফিং থেকে নিম্নোক্ত ৭টি সুপারিশমালা উপস্থাপন করা হয়।
১. চামড়া শিল্পকে ইপিজেড এর আওতায় নিয়ে যাবার বিষয়ে সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে যে আলোচনা হচ্ছে সে বিষয়ে মালিক শ্রমিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহন করে সিদ্ধান্ত নেয়া
২. অবিলম্বে চামড়া শিল্প শ্রমিকদের জন্য সরকার কর্তৃক ঘোষিত ন্যূনতম মজুরি বা করা।
৩. অবিলম্বে চামড়া শিল্পের জন্য শ্রম মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ত্রিপাক্ষিক পরামর্শ পরিষদ গঠন করা। সেই সাথে সেক্টর নীতি, নিরাপত্তা মান রাসায়নিক উপকরণ ব্যবহার ও মজুদের নিয়মাবলী প্রণয়নে অর্থপূর্ণ ত্রিপক্ষীয় এবং সেক্টরাল সংলাপ (সরকার-শ্রমিক নিয়োগকর্তা) নিশ্চিত করা।
৪. শ্রম আইন প্রয়োগ জোরদার করা। নিয়মিত ও কার্যকর পরিদর্শন নিশ্চিত করা, আইন লঙ্ঘনের শাস্তি এবং বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করা, দেশের বিদ্যমান শ্রম পরিদর্শন ব্যবস্থা জোরদারকরণ এবং সেই সাথে চামড়া শিল্প পরিদর্শনের জন্য প্রনয়ণকৃত অভিন্ন চেকলিস্টের কার্য অনুশীলন করা।
৫. ট্যানারি শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কভারেজ (স্বাস্থ্য বীমা, চিকিৎসা সেবা, মাতৃত্বকালীন ছুটি, আঘাতের জন্য ক্ষতিপূরণ কার্যকর করা এবং কর্মক্ষেত্রে ক্ষতিপূরণ সংক্রান্ত এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা।
৬. ট্যানারিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কার্যকরণসহ কঠিন ও তরল বর্জ্যের সঠিক ও সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করা, যথাযথভাবে কারখানা রক্ষনাবেক্ষন করা এবং কারখানাগুলোতে রাসায়নিক দ্রব্যাদির যথাযথ সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা ও নিরাপন ব্যবহার নিশ্চিত করা।
৭. চামড়া শিল্প শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে কারখানায় সেফইটি কমিটি গঠন ও কার্যকর করা এবং শ্রমিকদের যথাযথ নিরাপত্তা সামগ্রী প্রদান করা, পরিবেশবান্ধব ও আধুনিক চামড়া শিল্প নগরী গড়ে তুলতে মালিকগণকে উৎসাহিত করা যাতে করে লেদার ওয়ার্কি গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের পথ সুগম হয়
প্রেস ব্রিফিংটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন (POJF) এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।


