January 18, 2025 - 8:59 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যখোলাবাজারে ডলারের দামের দায়িত্বও পেলো অ্যাসোসিয়েশন

খোলাবাজারে ডলারের দামের দায়িত্বও পেলো অ্যাসোসিয়েশন

spot_img

নিজস্ব প্রতিবেদক : দেশে ডলারের বাজারে অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে।এ অবস্থায় খোলাবাজারে ডলারের দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে। একসময় ডলারের দর বেঁধে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের ওপরে থাকলেও তা কাজে আসেনি। পরে ব্যাংকে ডলারের দর নির্ধারণে দায়িত্ব পায় ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি)।

ব্যাংকে দর নির্ধারণের পর খোলাবাজারে তৈরি হয় ডলার সিন্ডিকেট। ইচ্ছেমতো নেওয়া হতো দর। খোলা বাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে এবার মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে দায়িত্ব দিলো বাংলাদেশ ব্যাংক।

বৈশ্বিক সংকটকে কেন্দ্র করে দেশের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ডলার বাজার। ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলো যেভাবে পারছে মুনাফা লুটে নিচ্ছে। কোনো নিয়মের তোয়াক্কাই করছে না ডলার ব্যবসায় যুক্ত অনেক প্রতিষ্ঠান। এসব বিষয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিশেষ বৈঠকে মিলিত হয় বাংলাদেশ ব্যাংক ও মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সভায় খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে এখন এক্সচেঞ্জ হাউজগুলো ১১৫ টাকা ৫০ পয়সায় ডলার কিনে ১১৭ টাকায় বিক্রি করতে পারবে। এর চেয়ে বেশি দামে ডলার লেনদেন করলে সাংগঠনিক ব্যবস্থা নেবে অ্যাসোসিয়েশন। প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার বাফেদা এবং এবিবি ডলার সংক্রান্ত নির্দেশনা ঠিকমতো বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুরোধ করে। এসময় তাদের আশ্বস্ত করে বাংলাদেশ ব্যাংক। এর পরই মঙ্গলবার মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশকে খোলা বাজারের ডলারের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হলো।

বৈঠক শেষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ- এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন সাংবাদিকদের বলেছিলেন, বৈদেশিক মুদ্রা সংকটে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এই সমস্যা সমাধানে আমাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। আমাদের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী কোনো ব্যাংক চাইলে ১১৬ টাকা পর্যন্ত দরে রেমিট্যান্স (ডলার) কিনতে পারবে। কিন্তু ১১১ টাকার বেশি দামে বিক্রি করতে পারবে না। তারপরেও যারা নির্দেশনা ভঙ্গ করছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। আমরা একত্রে বাজারটাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবো।

আমদানিকারকরা নির্ধারিত দামে ডলার পাচ্ছেন না- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি কোনো আমদানিকারকের এরকম অভিযোগ থাকে তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসে জানাতে হবে।

ব্যাংক সূত্র বলছে, এখনো ঘোষণার চেয়ে বেশি দামে প্রবাসী আয় কেনা অব্যাহত রেখেছে ব্যাংকগুলো। গত সোমবারও ১২৪ টাকা দরে প্রবাসী আয় বা রেমিট্যান্স কিনেছে কয়েকটি বেসরকারি ব্যাংক। আমদানি ও বিদেশি ঋণের দায় মেটানোর চাহিদা ছিল যাদের সেসব ব্যাংকই এভাবে ডলার কিনেছে। যদিও আমদানি দায় মেটাতে ডলারের আনুষ্ঠানিক দাম এখনো ১১১ টাকা। তবে ব্যাংকগুলোর ঘোষণা অনুযায়ী প্রবাসী আয় কেনার ক্ষেত্রে ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে রয়েছে আড়াই শতাংশ প্রণোদনা। কোনো কোনো ব্যাংক অতিরিক্ত আরও আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে। ফলে ডলারের সর্বোচ্চ দাম দাঁড়ায় ১১৬ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিংগাইরে ফ্রি চক্ষু ক্যাম্পে ৩ হাজার রোগীর চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় তিনটি চক্ষু ক্যাম্পে একদিনে ফ্রি চিকিৎসাসেবা পেল প্রায় ৩ হাজার চক্ষু রোগী। শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল থেকেই ম্যাংগো গ্রুপ...

কৃষক সমাবেশে সিংগাইর উপজেলা কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে 'কৃষক সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা আহবায়ক...

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক...

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা বর্ষ ২০২৫ এর শুভ উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০২৫ সালের ব্যবসা বর্ষ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত ও কেক...

শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবছরও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার...

ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: ড. ইউনূস

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঐক্যের মাঝে অন্তর্বর্তী সরকারের জন্ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ৫ জুলাইয়ের পুরো অনুভূতিটাই ছিল...

খেলাপি বিনিয়োগ আদায়ে ইউনিয়ন ব্যাংকের অবস্থান কর্মসূচী

কর্পোরেট ডেস্ক: গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকের ভিত অধিকতর শক্তিশালীকরণের লক্ষ্যে ইউনিয়ন ব্যাংক পিএলসি নতুন বছরে খেলাপি বিনিয়োগের টাকা আদায়ের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গ্রহণ...

দশ ট্রাক অস্ত্র মামলায় আরও ৫ জনের মুক্তি

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আরও পাঁচজনের মুক্তি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টার সময় হাইসিকিউরিটি...