December 6, 2025 - 6:01 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়সিরাজগঞ্জে পরিত্যক্ত ৯৯২ একর জমি, অনিশ্চয়তায় ৬৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে পরিত্যক্ত ৯৯২ একর জমি, অনিশ্চয়তায় ৬৩৮ কোটি টাকার প্রকল্প

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম তীরে ‘চায়না বাঁধ’ এলাকায় প্রায় এক হাজার একর জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ২০১৭-১৮ অর্থবছরে শুরু হয়ে ২০২৩ সালে শেষ হওয়া প্রকল্পে সরকারের ব্যয় হয়েছিল ৬৩৮ কোটি টাকা। কিন্তু জেলা প্রশাসন ও পাউবোর সমন্বয়হীনতা এবং জমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পটির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর বাস্তবায়নে ‘প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল সুরক্ষা এবং যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত জমি উন্নয়ন’ প্রকল্পের আওতায় ১,১৫৬ একর জমি ভরাট ও সুরক্ষা করা হয়। এর মধ্যে ৯৯২ একর জমি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উপযোগী করা হয়েছিল। মাটি ভরাটে ব্যয় হয় ২৯৪.৮১ কোটি টাকা, নদীতীর সুরক্ষায় ২০১.২৬ কোটি টাকা এবং বাঁধ নির্মাণে ১০ কোটি টাকা।

তবে স্থানীয় ৯টি মৌজার মধ্যে প্রায় ৬৪৩ একর জমি ব্যক্তিগত মালিকানার দাবি করায় জটিলতা দেখা দেয়। মাটি ভরাট ও উন্নয়ন সম্পন্ন হলেও জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা না হওয়ায় প্রকল্পটি অকার্যকর অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যে ভরাটকৃত এলাকায় অনেকেই বসতবাড়ি নির্মাণ শুরু করেছেন।

ভুক্তভোগী মালিকরা বারবার ক্ষতিপূরণ ও জমির অধিকার নিশ্চিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করেছেন তারা। কিন্তু কার্যকর পদক্ষেপ না আসায় অনিশ্চয়তা বাড়ছে।

এ বিষয়ে জেলা স্বার্থ রক্ষা কমিটির সাবেক সদস্যসচিব নবকুমার কর্মকার বলেন, “বৃহৎ এলাকা অব্যবহৃত থাকায় এটি দখল ও অপরাধীদের আশ্রয়ে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অথচ এখানে শিল্পপার্ক বা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ত।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, “এখন ওই জমির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, এটি জেলা প্রশাসনের আওতায়।” জেলা প্রশাসক মুহম্মদ নজরুল ইসলাম বলেন, “ভূমি জটিলতা সমাধানে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...