January 12, 2026 - 1:13 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাএশিয়া কাপ: প্রথমবার শ্রীলংকার মুখোমুখি হংকং

এশিয়া কাপ: প্রথমবার শ্রীলংকার মুখোমুখি হংকং

spot_img

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে হারিয়ে দারুণভাবে এশিয়া কাপ শুরুর পর জয়ের ধারা অব্যাহত রেখে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলংকা। অন্যদিকে, প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি ভুলে জয়ের দেখা পেতে মরিয়া হংকং। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবারের মত মুখোমুখি হবে শ্রীলংকা-হংকং।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলংকা। বোলারদের পর ব্যাটারদের দুর্দান্ত পারফর্মেন্সে ৬ উইকেটের জয় পায় লংকানরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রানের বেশি করতে দেয়নি শ্রীলংকান বোলাররা। জবাবে ১৪০ রান স্পর্শ করতে কোনো সমস্যা হয়নি লংকানদের।

দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ৫২ বলে ৯৫ রানের ঝড়ো জুটিতে জয়ের ভিত পায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৩২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা। নিশাঙ্কা ৩৪ বলে ৫০ এবং মিশারা ৩২ বলে অপরাজিত ৪৬ রান করেন।

পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে হংকংয়ের বিপক্ষেও জিততে চান শ্রীলংকান অধিনায়ক চারিথ আসালঙ্কা। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা ভাল পারফর্মেন্স করেছি। বিশেষভাবে বোলাররা। আশা করছি, হংকংয়ের বিপক্ষেও দল ভাল করবে। আমাদের মূল লক্ষ্য জয় নিয়ে ম্যাচ শেষ করা।’

বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করে হংকং। ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেনি তারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। এরপর বল হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বোলাররা। ৩ উইকেট হারিয়ে ও ১৪ বল বাকী রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

তবে শ্রীলংকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে দল মাঠে নামবে জানিয়ে হংকং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা, ‘প্রথম ম্যাচে আমরা ভাল করতে পারিনি। ঐ ম্যাচ শেষে আমরা অনেক কিছু শিখেছি। শ্রীলংকার বিপক্ষে নিজেদের উজার করে দিতে চায় সতীর্থরা। জয়ের জন্যই আমরা মাঠে নামব।’

শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

হংকং : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আনশুমান রাথ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের...

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রায় এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট...

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের...

দলিল থাকলেও বাতিল হলো যে ৫ ধরনের জমির মালিকানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালে...

১৫ জানুয়ারি ফরচুন সুজের বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের পর্ষদ সভা আগামি ১৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় কোম্পানিটির...

চলতি বছরে হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও...

ইরানের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫৩৮ জনে পৌঁছেছে। এরই প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্ব...