January 12, 2026 - 1:24 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাএশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল: লিটন

এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল: লিটন

spot_img

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।

এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। প্রথমবার ২০১২ সালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে হৃদয় ভাঙ্গে টাইগারদের। এরপর ২০১৬ এবং ২০১৮ সালে ভারতের কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশ। ২০১৮ সালের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন লিটন। কিন্তু তার সেঞ্চুরি সত্ত্বেও দল হার এড়াতে পারেনি।

এ টুর্নামেন্টে নিজেদের অতীত রেকর্ড নিয়ে হতাশ নয় জানিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, এশিয়া কাপে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তার দল।

দুবাইয় শুরু হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা এখনও শিরোপার স্বাদ পাইনি। তবে সেটা ইতিহাস। আর ইতিহাস তৈরি হয় পরিবর্তনের জন্যই।’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত সহজ হবে না। আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা করব।’

সংযুক্ত আরব আমিরাতে আসার আগে শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে টানা তিন সিরিজ জয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন না হর্ষ ভোগলে এবং আকাশ চোপড়ার মত ক্রিকেট ধারাভাষ্যকাররা। বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা শ্রীলংকা এবং আফগানিস্তানকে এগিয়ে রাখছেন তারা।

কিন্তু এটি নিয়ে বিচলিত নন লিটন। তিনি জানান, অন্যদের কাছে নিজেদের প্রমাণ করার জন্য এশিয়া কাপ খেলতে আসেনি দল।

এশিয়া কাপের জন্য দল পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন লিটন, ‘কোন তাড়া নেই। আমরা সাম্প্রতিক সময়ে খুব ভাল ক্রিকেট খেলছি। দীর্ঘ সময় ধরে আমাদের একটি ক্যাম্প হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুত। টুর্নামেন্টটি খুবই চ্যালেঞ্জিং হবে কারণ সব দলই ভালোভাবে প্রস্তত। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এটা নিশ্চিত যে, আমরা আমাদের শতভাগ উজার করে দেব।’

আগামীকাল বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর গ্রুপ পর্বে ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের...

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রায় এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট...

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের...

দলিল থাকলেও বাতিল হলো যে ৫ ধরনের জমির মালিকানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালে...

১৫ জানুয়ারি ফরচুন সুজের বোর্ড সভা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের পর্ষদ সভা আগামি ১৫ জানুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় কোম্পানিটির...

চলতি বছরে হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও...

ইরানের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫৩৮ জনে পৌঁছেছে। এরই প্রেক্ষাপটে দেশটির বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

বিপিএলের ঢাকা পর্বে টিকিটের সর্বনিম্ন মূল্য ২শ টাকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হবে আগামী ১৫ জানুয়ারি থেকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্ব...