সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো অশুভ শক্তি যেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শিক্ষা দিয়েছেন।
টুকু জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করে জানিয়েছে—ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সহযোগিতা করবে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উদ্যাপনেও আগের মতো সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। এতে ইকবাল হাসান মাহমুদ টুকুও খোলা ট্রাকে দাঁড়িয়ে অংশ নেন।
রঙিন পোশাক, ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।


