চুয়াডাঙ্গা প্রতিনিধি: মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামী আশরাফুজ্জামান হিসামকে (৪৬) ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় তাকে পালাতে সহযোগীতাকারী চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক সোহেল রানাকেও (৪৫) আটক করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৬ টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটক আশরাফুজ্জামান হিসাম মাগুরা পৌর এলাকার জামরুলতলার ঢাকা রোডের মৃত আসাদুজ্জামানের ছেলে। তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ২০২৪ সালে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বোমা বিস্ফোরণ, হত্যা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়া যাবে। এজন্য সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান নেয়। হিসাম ঢাকা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় আসেন। ট্রেন থেকে নামার পর পুলিশ তাকে আটক করে। এসময় তার সহযোগী সোহেল রানাকেও আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় আসেন।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ অন্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


