January 12, 2026 - 3:18 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাআজ সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

আজ সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ

spot_img

স্পোর্টস ডেস্ক: জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচ জিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

দুর্দান্ত পারফরমেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৮ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

প্রথম ম্যাচে তিন বিভাগেই নেদারল্যান্ডসের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ।

পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন পেসার তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন তিনি। তাসকিনের সাথে বল হাতে নেদারল্যান্ডসের ব্যাটারদের নাকানি চুবানি খাইয়েছেন অফ স্পিনার সাইফ হাসান। ১৮ রানে ২ উইকেট নেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রানের মামুলি সংগ্রহ পায় নেদারল্যান্ডস।

জবাবে অধিনায়ক লিটন দাসের হাফ-সেঞ্চুরিতে ১৩৭ রানের টার্গেট ৩৯ বল বাকী রেখেই স্পর্শ করে বাংলাদেশ। ২৯ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৪ রান করেন লিটন।

লিটনের পাশাপাশি সাইফ ১৯ বলে ৩৬ ও তানজিদ হাসান ২৯ রান করেন। ১৪তম ওভারে টানা দুই বলে ছক্কা মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন সাইফ। ম্যাচ শেষে লিটন বলেন, ‘শিশির বড় প্রভাব ফেললেও আমাদের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাসকিন, ফিজ (মুস্তাফিজুর) এবং সাইফ অসাধারণ বোলিং করেছে।’

তিনি আরও বলেন, ‘শিশিরের কারণে রিশাদের কিছুটা সমস্যা হলেও অন্য বোলারদের নৈপুণ্যে প্রতিপক্ষকে ১৩৬ রানে আটকে রাখতে পেরেছে বাংলাদেশ। এরপর প্রথম ওভার থেকেই পারভেজের মারমুখী শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে আমাদের পক্ষে চলে আসে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ নিশ্চিত লক্ষ্য হওয়ায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। সিরিজে টিকে থাকার জন্য একাদশে পরিবর্তন আনতে পারে নেদারল্যান্ডস।

বাংলাদেশ দল : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।

নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে...

লাভোলোর বোর্ড সভা ১৭ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার...

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সোনা (পিতা: মৃত ইসলাম), সদর উপজেলার সাহেদ নগর...

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের...

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রায় এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট...

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের...

দলিল থাকলেও বাতিল হলো যে ৫ ধরনের জমির মালিকানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালে...