January 12, 2026 - 3:19 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলাবাংলাদেশের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে: জাকের

বাংলাদেশের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে: জাকের

spot_img

স্পোর্টস ডেস্ক: উপমহাদেশের জায়ান্টদের বাধা অতিক্রম করে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে বলে মনে করেন দলের উইকেটরক্ষক ও ব্যাটার জাকের আলি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাটিতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর।

তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ২০১২ সালের প্রথমবার ফাইনালে উঠে টাইগাররা। ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে যায়। এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে হওয়া আসরের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। দু’বারই ভারতের কাছে যথাক্রমে- ৮ ও ৩ উইকেটে হারে টাইগাররা।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০ ওভারে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জাকের জানান, প্রথমবারের মত এশিয়া কাপ জয়ের স্বাদ নিতে মরিয়া বাংলাদেশ দল।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সহজ। আমরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাব। এটাই একমাত্র লক্ষ্য।’

বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা জাকের বলেন, ‘আমি অন্তত বলতে পারি, এশিয়া কাপ জয়ের জন্যই আমরা যাব। আমার মনে হয় ড্রেসিংরুমের সবাই একইভাবে বিশ্বাস করে এবং একইরকম অনুভব করে।’

জাকের আরও জানান, এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই কঠোর পরিশ্রম করছে। তিনি বলেন, ‘দলের পরিবেশ চমৎকার ছিল। খেলোয়াড়রা জানে, এশিয়া কাপ জয়ের জন্য কি করতে হবে। আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমরা সত্যিই বিশ্বাস করি, আমরা চ্যাম্পিয়ন হবার জন্যই সেখানে যাচ্ছি।’

বর্তমানে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। কঠোর ফিটনেস সেশনের মাধ্যমে বাংলাদেশের প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল। যেই প্রস্তুতিতে ছিল ১৬শ মিটার টাইম ট্রায়াল। এরপর ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিংয়ে দক্ষতা বাড়ানোর সেশন শুরু করে টাইগাররা।

আগামী ২০ আগস্ট পর্যন্ত ঢাকায় ক্যাম্পটি চলবে। এরপর চূড়ান্ত প্রস্তুতির জন্য সিলেটে উড়ে যাবে দল। এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হবে সিলেটে।

বাংলাদেশের কাছে এশিয়া কাপের জন্য প্রস্তুতির মঞ্চ হচ্ছে নেদারল্যান্ডস সিরিজ। তাই ঐ সিরিজকে সহজভাবে নেওয়া কোন সুযোগ নেই।

জাকের বলেন, ‘যেহেতু এটি আন্তর্জাতিক সিরিজ। তাই সিরিজের সব ম্যাচ জয়ের জন্য চেষ্টা করব। তাই ঐ সিরিজকে সহজভাবে নেওয়ার কোন সুযোগ নেই।’

২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর ডাচদের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষীক সিরিজ শেষে এশিয়া কাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশের প্রাথমিক টি-টোয়েন্টি দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, শামিম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই হারুনুর রশিদকে গ্রেপ্তার করেছে...

লাভোলোর বোর্ড সভা ১৭ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৭ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত...

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১২ জানুয়ারি) প্রকাশিত ফটোকার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার...

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. সোনা (পিতা: মৃত ইসলাম), সদর উপজেলার সাহেদ নগর...

জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি

অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি জানুয়ারি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের...

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার বিচার প্রায় এক দশকেরও বেশি সময় পর জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট...

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

কর্পোরেট সংবাদ ডেস্ক: গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। তৃণমূলে গণভোটের বিষয়ে অস্পষ্টতা দূর করার জন্য মাঠ পর্যায়ের...

দলিল থাকলেও বাতিল হলো যে ৫ ধরনের জমির মালিকানা

কর্পোরেট সংবাদ ডেস্ক: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালে...