পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগামী ১৪ আগস্ট ব্যাংকটির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত ডিজিটাল প্ল্যাটফর্মে হতে চলা এই এজিএম স্থগিত করা হয়। নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দিবে বলে জানিয়েছে কোম্পানিটি।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৫ টাকা থেকে ২৬.৫ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৭.৬ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৭.৮ টাকা এবং সর্বশেষ লেনদেনের দর ছিল ১৭.৫ টাকা। ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৮ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৫১ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১৫ কোটি ১৬ লাখ ৯১ হাজার ৭১৩ ।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ১৫.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৫.৮৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫৯.০২ শতাংশ শেয়ার।


