কর্পোরেট সংবাদ ডেস্ক: ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে দলের অনুমোদন ছাড়া কক্সবাজার সফরের কারণে দলটির উত্তরাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
নোটিশে বলা হয়, ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি চলাকালে সারজিস আলমসহ কয়েকজন নেতা কক্সবাজার সফরে যান, যা পূর্বানুমতি ছাড়াই হয়েছে।
নোটিশে তাদের এমন পদক্ষেপকে ‘রাজনৈতিকভাবে গুরুত্বহীন ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করা হয়েছে।
শোকজ পাওয়া পাঁচ নেতা হলেন- মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
তাদের ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।



