পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৪ আগস্ট, ২০২৫) ডিএসইতে অংশ নেওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে ১২২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ২৩ টাকা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ বা ১ টাকা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির সমাপনি মূল্য ছিল সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৭৮ টাকা ১০ পয়সা, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭ টাকা ২০ পয়সা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ১৫৮ টাকা ৭০ পয়সা, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৭ টাকা ৭০ পয়সা, এসআলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ২০ টাকা ৪০ পয়সা, ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭২ টাকা ১০ পয়সা এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৫ দশমিক ৬৯ শতাংশ বেড়ে হয়েছে ১২৪ টাকা ৪০ পয়সা।


