January 14, 2026 - 9:32 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদশিক্ষকদের স্বপ্ন পূরনে আইপিডিসির নতুন উদ্যোগ ‘প্রজ্ঞা’

শিক্ষকদের স্বপ্ন পূরনে আইপিডিসির নতুন উদ্যোগ ‘প্রজ্ঞা’

spot_img

কর্পোরেট ডেস্ক: আইপিডিসি ফাইন্যান্স পিএলসি বাংলাদেশের শিক্ষকদের জন্য ‘প্রজ্ঞা’ নামে নতুন একটি লোন সেবা চালু করেছে। যা শুরু করা হয়েছে ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ পঞ্চম আসর এর অংশ হিসেবে। এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাতি গঠনে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি জানানোর পাশাপাশি তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর রাখা।

‘প্রজ্ঞা’ অর্থ ‘জ্ঞান’। এই ঋণ শুধুমাত্র আর্থিক স্বনির্ভরতা নয়, বরং শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক আন্তরিক প্রকাশ। দেশের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের অসামান্য ভূমিকা বিবেচনায় রেখে আইপিডিসি চালু করেছে এই বিশেষ ঋণসেবা, যাতে সহজে ও নিশ্চিন্তে নিজেদের আর্থিক প্রয়োজন পূরণ করতে পারেন।

‘প্রজ্ঞা’ লোনে রয়েছে কিছু বিশেষ সুবিধা, কম সুদের হার, প্রসেসিং ফিতে ৫০% ছাড় এবং জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ। অন্যান্য ঋণের মতো শুধুমাত্র চাকরি থেকে প্রাপ্ত আয় নয়, এখানে টিউশন বা কোচিংয়ের আয়ও বিবেচনায় নেওয়া হয়, যাতে আরও বেশি শিক্ষক এই সুবিধার আওতায় আসতে পারেন।

শিক্ষকদের প্রয়োজন বুঝে ‘প্রজ্ঞা’ লোনটি সহজ ও নমনীয় শর্তে তৈরি করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কিস্তিতে লোন পরিশোধ করার সুযোগ থাকায় এটি আয় অনুযায়ী সুবিধামতো পরিচালনা করা যায়। এই লোন সরকারি, বেসরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষকরা নিতে পারেন। এমনকি যেসব অবসরপ্রাপ্ত শিক্ষকের নিয়মিত আয় আছে, তারাও এই লোনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে মাসিক আয় ন্যূনতম ২০,০০০ টাকা হতে হবে এবং বয়স হতে হবে ২২ থেকে ৬৫ বছরের মধ্যে (অথবা অবসর পর্যন্ত) ।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি বিশ্বাস করে, শিক্ষকরাই একটি অগ্রসর ও আলোকিত সমাজ গঠনের প্রকৃত নির্মাতা। ‘প্রজ্ঞা’র মাধ্যমে আমরা তাঁদের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে চাই এমন একটি অর্থনৈতিক সুবিধার মাধ্যমে, যা তাঁদের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যাঁরা প্রতিদিন জাতি গঠনের কাজে নিবেদিত, তাঁদের জন্য এই সামান্য শ্রদ্ধাঞ্জলি দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।”

চিকিৎসা বা পারিবারিক জরুরি পরিস্থিতি মোকাবেলা, বিয়ে বা সন্তানের শিক্ষা খরচ, জীবনযাত্রার মান উন্নয়ন কিংবা নিজের কোনো ইচ্ছা পূরণ যেটাই হোক না কেন, ‘প্রজ্ঞা’ লোন শিক্ষকদের আরও বড় করে স্বপ্ন দেখার সাহস জোগায়। আইপিডিসি ‘প্রজ্ঞা’ চালুর মাধ্যমে দেখিয়ে দিয়েছে, তারা অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা ও সামাজিক পরিবর্তনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড শিক্ষকদের জন্য সহজে ঋণ পাওয়ার সুযোগ তৈরি করে আইপিডিসি তাদের স্বপ্ন পূরণের পথকে সহজ করেছে। আর এর মাধ্যমেই দেশের ভবিষ্যৎ আরও মজবুত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যঝুঁকি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বর্তমানে ডেঙ্গু আর মৌসুমি রোগ নয়; বরং এটি সারা বছরব্যাপী একটি স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। মাসভিত্তিক ডাটা বিশ্লেষণে দেখা গেছে, এখন আর...

সিইএস ২০২৬-এ ভবিষ্যতের টেলিভিশন প্রযুক্তি তুলে ধরল স্যামসাং

কর্পোরেট ডেস্ক: ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শেষ হয়েছে। এবার মেলায় প্রদর্শিত হয় ভবিষ্যতের নানা প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্মার্ট...

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়াতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সুল্লুকিয়া গ্রামের...

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন।...

প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা ২০ জানুয়ারি

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভা আগামী ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য...

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

কর্পোরেট সংবাদ ডেস্ক : চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ...

বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি বিশ্ব ভ্রমণ করছে। তারই অংশ হিসেবে বুধবার (১৪ জানুয়ারি) ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসেছে। তবে ট্রফিটি সবার...

সাতক্ষীরায় ইয়াবা-দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রির নগদ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৪২০ পিস ইয়াবা ও ৬টি দেশীয় দেশীয় অস্ত্রসহ...