December 6, 2025 - 3:21 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদশাহ্জালাল ইসলামী ব্যাংক চালু করল মোবাইল অ্যাপ “Shahjalal Touch Pay”

শাহ্জালাল ইসলামী ব্যাংক চালু করল মোবাইল অ্যাপ “Shahjalal Touch Pay”

spot_img

কর্পোরেট ডেস্ক: গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মোবাইল অ্যাপ “Shahjalal Touch Pay” চালু করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকের গ্রাহকবৃন্দ এখন থেকে iOS ও Android উভয় প্ল্যাটফর্মে অ্যাপসটি ডাউনলোড করে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারবেন। আগামী ৪ আগস্ট থেকে সকল গ্রাহক এই অ্যাপসটি গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ব্যাংকের কোন শাখায় না গিয়ে ঘরে বসে বিশ্বের যে কোন জায়গা থেকে তার যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন এই অ্যাপ এর মাধ্যমে।

বুধবার (৩০ জুলাই) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল অ্যাপ “ShahjalalTouchPay” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো: মশিউর রহমান চমক, জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো: আবুল বাশার, সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব উপস্থিত ছিলেন।

ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে এই নতুন মোবাইল অ্যাপে থাকছে গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজে ব্যবহার উপযোগী নানাবিধ সুবিধাসমূহ। গ্রাহকরা অ্যাপটির মাধ্যমে আধুনিক ইন্টারফেস-সহ বিভিনড়ব ধরণের কার্যকরী সুবিধাসমূহ যেমন, অ্যাকাউন্ট পরিচালনার জন্য রিয়েল টাইম অ্যাকাউন্ট, কার্ড ব্যালেন্স ও লেনদেনের ইতিহাস দেখা, ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে নিজ ব্যাংক ছাড়াও আরটিজিএস (RTGS), বিএফটিএন (BFTN) ও এনপিএসবি (NPSB) এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের অ্যাকাউন্টে দ্রুত ও সহজে টাকা পাঠানো, বিল পরিশোধের আওতায় ইউটিলিটি বিল, যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ড বিল পরিশোধ এবং যেকোন নম্বরে মোবাইল রিচার্জ করা, নিকটস্থ শাখা/এটিএম বুথের অবস্থান সহজে খুঁজে পাওয়া, শুধুমাত্র আঙুলে স্পর্শ করে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে নিরাপদে লগইন সুবিধা, এছাড়াও কিউআর কোড সুবিধা, বিকাশ ও নগদে টাকা ট্রান্সফার-সহ অসংখ্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে বিল পেমেন্ট এর সুবিধা পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক আধুনিক প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে সবসময় গ্রাহকদের উনড়বতমানের সেবা প্রদান করে আসছে। আমরা আশা করছি এই ধারা অব্যাহত রাখতে নিজেদেরকে বিশ্বব্যাপী আধুনিকায়নের অগ্রযাত্রায় এই মোবাইল অ্যাপটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, আমরা সব সময় চেষ্টা করি যেন গ্রাহকরা সহজে, নিরাপদে এবং দ্রুত সেবা গ্রহণ করতে পারেন। এই উদ্যোগ আমাদের গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। আমি বিশ্বাস করি, এই অ্যাপটি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারদের উপস্থিতিতে চেম্বার ভবন...

এনসিসি ব্যাংক সিকিউরিটিজ ও আইসিবি’র মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ), এনসিসি ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি, এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে...

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১...

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যোগদান করেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন...

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর লাশ মিললো খালে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফুলমতি...

রপ্তানিমুখী সুপারির ট্রাক পড়ে আছে বেনাপোল স্থল বন্দরে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দেশের অন্যতম প্রধান স্থলবন্দর প্রায় দুই মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যের দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক।...

প্রবাস ছেড়ে মাটির টানে কৃষিতে সাফল্যের যাত্রায় রাসেল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ব্যবসায় একের পর এক ব্যর্থতা, লোকসানের ঘানি আর অনিশ্চয়তার দোলাচল—সবকিছু একসময় তাকে ঘিরে ফেলেছিল। কিন্তু হার মানেনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও...

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ এখন মাত্র দেড় বছর

ইমা এলিস, নিউ ইয়র্ক: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইএসসিআইএস) যুক্তরাষ্ট্রে কাজ করা ননসিটিজেনদের জন্য কর্ম-অনুমতিপত্র বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি)-এর বৈধতার মেয়াদ ৫...