নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ড সভা আজ (১১ নভেম্বর) শনিবার অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কোম্পানিগুলোর নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো– এইচ আর টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন ডাইং, লিগেছি ফুটওয়ের, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ন্যাশনাল টি লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে এইচ আর টেক্সটাইল, লিগেছি ফুটওয়ের এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
অন্যদিকে, আনলিমা ইয়ার্ন ডাইং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং ন্যাশনাল টি লিমিটেড চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।