December 6, 2025 - 12:55 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদঅনুষ্ঠিত হলো দুই দিনব্যাপি ইএসজি বুটক্যাম্প

অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপি ইএসজি বুটক্যাম্প

spot_img

কর্পোরেট ডেস্ক: এনভায়রনমেন্ট, সোশাল ও গভারনেন্স (ইএসজি) কর্পোরেট রূপান্তরের লক্ষ্য নিয়ে, ‘ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ’ এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপি ইএসজি বুটক্যাম্প ২০২৫। সাস্টেইনেবিলিটি ও ইএসজি – এর প্রশিক্ষণ ও এক্সেকিউশানের বহুজাতিক প্রতিষ্ঠান “ইএসজি ইন্সটিটিউট বাংলাদেশের” সম্প্রতি এই দুইদিন বুটক্যাম্পটি পরিচালনা করেন। যেখানে দেশের বিভিন্ন খাতের শতাধিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অংশ নেয়, যাদের মধ্যে আছে; সি-স্যুট এক্সেকিউটিভস, সিনিয়র ডিরেক্টরস ও ডিপার্টমেন্টাল হেডস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ইউএন গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএন-জিসিএনবি), সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ-এর অংশীদারিত্বে এবং প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই লজিসটিক্স ও গ্রামীণ ডানোন-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা দেশের ইএসজি ও টেকসই উন্নয়নের বর্তমান ও ভবিষ্যত সম্ভাবনা নিয়ে আলোচনা ও মত-বিনিময় করেন।

বুটক্যাম্পের উদ্বোধন করেন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শাদমান সাকিব আনিক। সেসময় তিনি কর্পোরেট খাতে টেকসই ও দায়িত্বশীল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ফর-প্রো’র ফাউন্ডার ও ইউনিলিভার বাংলাদেশ-এর সাবেক চেয়ারম্যান কামরান বকর। গ্লোবাল ইএসজি লিডারশিপে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবার লক্ষ্য ও উদ্যোগ আরও স্পষ্ট ও বাস্তবসম্মত হতে হবে বলে তিনি মতামত দেন।

বাংলাদেশ কীভাবে ইএসজি’র পরবর্তী গন্তব্য হতে পারে সে বিষয়ে ইএসজি ইনস্টিটিউট সিঙ্গাপুর-এর চেয়ারপার্সন জোয়ান ফ্লিন বলেন, “বাংলাদেশ এখন ইএসজি’র ক্ষেত্রে পরিচিতি অর্জন করছে। তরুণ জনগোষ্ঠী, শক্তিশালী প্রাইভেট সেক্টর ও নীতিগত অগ্রগতির ধারা অব্যাহত রেখে দেশটি এশিয়ায় টেকসই উন্নয়নে নেতৃত্ব দিতে পারবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক-এর সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট-এর ডিরেক্টর চৌধুরী লিয়াকত আলী বলেন, “ইএসজি-কে কেন্দ্র করে এমন আয়োজন বাংলাদেশে এক নতুন ধারা তৈরি করেছে। আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করলে আমরা আরও দায়িত্বশীল ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস।”

বুটক্যাম্পে এফএমসিজি, আরএমজি, ম্যানুফ্যাকচার, ব্যাংক ও আর্থিক খাত, জ্বালানি, অবকাঠামো ও ফার্মাসিউটিক্যালস খাত নিয়ে আলাদা আলাদা সেশন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এসব আলোচনায় অংশ নিয়ে অংশগ্রহণকারীদের ইএসজি বাস্তবায়নের বিভিন্ন কৌশল শেখানো ও দিকনির্দেশনা দেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) এক গালা ইভেন্টের মধ্য দিয়ে ইএসজি বুটক্যাম্প ২০২৫ সমাপ্ত হয়, যেখানে সমাপনী বক্তব্য রেখেছেন ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশ-এর চেয়ারম্যান সাদিয়া সামিরা।

গালার অনুষ্ঠানে, ইএসজি ইনস্টিটিউট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স (NSU SBE) এর যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথম “ইএসজি কেসবুক” এর প্রথম সংস্করণ উন্মোচন করা হয়। এই কেসবুকে বুটক্যাম্পে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সেরা টেকসই ব্যবসায়িক চর্চা এবং কেস স্টাডি শেয়ার করেছেন, যা দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সেরা টেকসই অনুশীলন হিসেবে প্রকাশ ও প্রচার করা হবে।

গালায় আয়োজকরা ” ইএসজি এক্সেলেন্স অ্যাওয়ার্ডস”-এর ঘোষণা দেওয়া হয়, যা বাংলাদেশের টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসা অনুশীলনে অসাধারণ অগ্রগতি সাধনকারী প্রতিষ্ঠানদের সম্মাননা প্রদান করবে। অনুষ্ঠানে আরও ছিল একটি আকর্ষণীয় ফায়ারসাইড চ্যাট এবং প্যানেল সেশন, যেখানে অংশগ্রহণ করবেন ডেনমার্ক দূতাবাস, শান্তা হোল্ডিংস, গ্রামীণ ডানোন, এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ।

এই বুটক্যাম্প বাংলাদেশের কর্পোরেট সেক্টরের ইএসজি’র জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। সবুজ, দায়িত্বশীল ও বৈশ্বিক টেকসই লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ যে এগিয়ে চলছে, এই আয়োজন সেই যাত্রার একটি উজ্জ্বল প্রমাণ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ১...

মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মিজানুর রহমান। তিনি গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যোগদান করেন। আর্থিক পরিষেবা খাতে প্রায় তিন...

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪ দিন পর লাশ মিললো খালে

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফুলমতি...

রপ্তানিমুখী সুপারির ট্রাক পড়ে আছে বেনাপোল স্থল বন্দরে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল দেশের অন্যতম প্রধান স্থলবন্দর প্রায় দুই মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যের দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক।...

প্রবাস ছেড়ে মাটির টানে কৃষিতে সাফল্যের যাত্রায় রাসেল

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: ব্যবসায় একের পর এক ব্যর্থতা, লোকসানের ঘানি আর অনিশ্চয়তার দোলাচল—সবকিছু একসময় তাকে ঘিরে ফেলেছিল। কিন্তু হার মানেনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও...

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের মেয়াদ এখন মাত্র দেড় বছর

ইমা এলিস, নিউ ইয়র্ক: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইএসসিআইএস) যুক্তরাষ্ট্রে কাজ করা ননসিটিজেনদের জন্য কর্ম-অনুমতিপত্র বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি)-এর বৈধতার মেয়াদ ৫...

‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম ‘ফিফা শান্তি পুরস্কার’ পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ ডিসেম্বর) ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগেই ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার...

অভিনয়কে বিদায় জানিয়ে দ্বীনের পথে নায়িকা মৌ খান

বিনোদন ডেস্ক: মিডিয়া ও চলচ্চিত্র ক্যারিয়ারকে বিদায় জানালেন ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা মৌ খান। দ্বীনের আলোয় বাকি জীবন কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই...