December 14, 2025 - 7:25 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeআন্তর্জাতিকহামলায় বিরতির ঘোষণা দিয়েও ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

হামলায় বিরতির ঘোষণা দিয়েও ৬৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২৭ জুলাই) ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজা সিটির কিছু অংশ, দেইর আল-বালাহ ও আল-মাওয়াসিসহ মধ্য ও উত্তর গাজার কিছু এলাকায় সাময়িকভাবে সামরিক অভিযান স্থগিত থাকবে। একইসঙ্গে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাদ্য ও ওষুধবাহী গাড়ির জন্য করিডোর খোলা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এ ঘোষণা কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় বিমান হামলা শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি দেইর আল-বালাহ থেকে জানান, “গাজা সিটিতে বিমান হামলা হয়েছে, অথচ এটি সেই অঞ্চলগুলোর একটি যা নিরাপদ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং যেখানে সামরিক অভিযান বন্ধ রাখার কথা ছিল। স্থানীয়দের মতে, একটি বেকারি লক্ষ্য করে হামলা চালানো হয়।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন ক্ষুধাজনিত কারণে মারা গেছে। নিহতদের মধ্যে ২ শিশুও রয়েছে। এ নিয়ে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া সংঘর্ষে শুধুমাত্র অপুষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।

মৃতদের মধ্যে ছিলেন পাঁচ মাস বয়সী জয়নাব আবু হালিব। নাসের হাসপাতালে অপুষ্টিতে মৃত্যু হয় শিশুটির।

তার মা ইসরা আবু হালিব বলেন, “তিন মাস ধরে হাসপাতালে ছিলাম, আর এখন আমার সন্তান মৃত।” শিশুটির বাবা ছোট্ট সাদা কাফনে মোড়া তার নিথর দেহ বুকে চেপে ধরে ছিলেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, গাজার প্রতি তিনজন বাসিন্দার মধ্যে একজন কয়েকদিন ধরে কোনো খাবার পায়নি। প্রায় পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মধ্যে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সম্প্রতি সতর্ক করেছে, গাজায় ২০ শতাংশের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী মা অপুষ্টিতে ভুগছেন।

গাজার এক মা ফিলিস্তিন আহমেদ আল জাজিরাকে জানান, “আমার ওজন ৫৭ কেজি থেকে কমে ৪২ কেজি হয়েছে। আমি ও আমার ছেলের মারাত্মক অপুষ্টি ধরা পড়েছে। ঘরে কোনো খাবার নেই। আর যা কিছু পাওয়া যায়, তার দাম আমাদের নাগালের বাইরে।”

ইসরায়েল নতুন করে কিছু করিডোর খুলে দিয়েছে, আর সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান আকাশপথে ত্রাণ সরবরাহ করছে। তবে এসব সাহায্য ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত অপ্রতুল।

আল জাজিরার হানি মাহমুদ জানান, ত্রাণ ফেলে দেওয়ার সময় তা একদল বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে পড়লে অন্তত ১১ জন আহত হন।

এখনও গাজায় দুর্ভিক্ষ চলছে—এ অভিযোগ অস্বীকার করে যাচ্ছে ইসরায়েল। তারা দাবি করছে, মানবিক সহায়তা প্রবাহে সহযোগিতা করছে। তবে বাস্তবতা ভিন্ন কিছু বলছে।

সামুদ ওয়াহদান নামে এক নারী আল জাজিরাকে বলেন, “আমার সন্তানদের জন্য জীবন ঝুঁকি নিয়ে এতদূর এসেছি। তারা এক সপ্তাহ ধরে কিছু খায়নি। অন্তত এক টুকরো রুটি পেলেও চলতো।”

আরেক বাস্তুচ্যুত মা তাহানি জানান, তার ক্যানসার আক্রান্ত শিশুটিও অনাহারে ভুগছে। তিনি বলেন, “আমি ময়দা সংগ্রহ করতে এসেছি। সন্তানদের খাওয়ানোর জন্য খাবার চাই। আল্লাহ যেন এই দৃশ্য সবার চোখে এনে দেন—মানুষ মরছে!”

‘মেডিকেল এইড ফর ফিলিস্তিনিয়ান্স’-এর প্রধান লিজ অলকক বলেন, “আমি আগে কখনো গাজার এমন অবস্থা দেখিনি। রাস্তায় যেসব মানুষ দেখা যায়, তারা হাড়-জিরজিরে। এখানে টাকা দিয়ে কিছু কেনা যায় না, কারণ কেনার মতো কিছুই নেই।”

তিনি সতর্ক করেন, গাজার এক-চতুর্থাংশ জনগোষ্ঠী তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘ বলেছে, ত্রাণ সহায়তা কেবল তখনই কার্যকর হতে পারে যখন ইসরায়েল তাদের চেকপয়েন্ট দিয়ে দ্রুত গতিতে কনভয় পাস করতে দেবে।

জাতিসংঘের সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, “কিছু সীমাবদ্ধতা হয়তো শিথিল হয়েছে, তবে এই দুর্যোগ মোকাবিলায় অনেক বেশি পদক্ষেপ জরুরি।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, তিনি তুরস্ক ও মিসরের নেতাদের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং নিউইয়র্কে একটি সম্মেলন আয়োজন করবেন দুই-রাষ্ট্র সমাধানের বিষয়টি সামনে রেখে।

ম্যাক্রোঁ বলেন, “আমরা এটা মেনে নিতে পারি না যে মানুষ – বিশেষ করে শিশুরা – অনাহারে মারা যাচ্ছে।”

তিনি জানান, ফ্রান্স খুব শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যা এখন পর্যন্ত ১৪০টিরও বেশি রাষ্ট্র দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ইসরায়েলের সাহায্য অবরোধ মানবতা ও নৈতিকতার লঙ্ঘন। এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী, যখন একটি রাষ্ট্র খাবার পৌঁছানো বন্ধ করে দেয়।” তবে তিনি আরও জানান, অস্ট্রেলিয়া এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত নয়।

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে চলমান যুদ্ধবিরতি আলোচনা ‘অনেক দূর এগিয়েছে’।

রুবিও বলেন, “আমরা আশাবাদী যে, খুব শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তি হবে এবং অর্ধেক ইসরায়েলি বন্দি মুক্তি পেতে পারে।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৮৮ জন নিহত ও ৩৭৪ জন আহত হয়েছেন।

গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫৯ হাজার ৮২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৪৪ হাজারের বেশি। সূত্র-আল জাজিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে...

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এই প্রটোকলে রাজনৈতিক...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার...

এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিজিটাল সল্যুশনে পিটিসি-এক্সেনটেকের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

কর্পোরেট ডেস্ক: পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা...

গ্রাহক সন্তুষ্টির প্রত্যয় নিয়ে দেশের ১৬ অঞ্চলে ইউসিবির টাউনহল

কর্পোরেট ডেস্ক: একই দিনে, একই সময়—দেশের ১৬টি অঞ্চলে একসাথে টাউনহল। কোথাও ব্যাংকের চেয়ারম্যান, কোথাও ব্যবস্থাপনা পরিচালক, কোথাও এএমডি, ডিমডি কিংবা সিনিয়র কর্মকর্তারা। পুরো দেশের...

ফুলে ভরেছে যশোরের গদখালীতে, চাষিদের মুখে ফের হাসি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালী, বাংলাদেশের ফুলের রাজধানী। শীতের ভোরে কুয়াশার চাদর যখন সবেমাত্র সরে যেতে শুরু করে, ঠিক তখনই এই...