পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ৩৩ কোটি ৬১ লক্ষ ৩৯ হাজার ৯৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৬৫ কোটি ৪ লাখ ১৫ হাজার ৬১ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৭.২১ পয়েন্ট কমে ৫৩৫৪.৮৩ ডিএস-৩০ মূল্য সূচক ৩১.৬২ পয়েন্ট কমে ২০৫৮.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.১৪ পয়েন্ট কমে ১১৬৪.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএটিবিসি, সিটি ব্যাংক, বিএসসি, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, খান ব্রাদার্সপিপি, ব্যাংক এশিয়া ও আইএফআইসি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রভাতী ইন্স্যুরেন্স, রহিমা ফুড, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, বিজিআইসি, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স, নর্দার্নইসলামি ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএটিবিসি. সিঙ্গার বিডি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার্স্টফাইন্যান্স, শেফার্ডইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স, লাফার্জহোলসিম, ইয়াকিন পলিমার, আমরা ট্যাকনোলজি ও ইন্দো-বাংলা ফার্মা।


