মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সাগর তীরের জেলা কক্সবাজারে লেগেছে উন্নয়নের জোয়ার, প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে এই জেলায়। যার মধ্য দিয়ে বদলে গেছে কক্সবাজার, আর এই বদলে যাওয়ার পেছনে ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এমনই বলছেন কক্সবাজারের মানুষেরা। ছোটো বড় ৯৮ টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কক্সবাজারে। যার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২৩ প্রকল্প।
উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে, ৫১হাজার ৮৫৪.৮৮ কোটি টাকা ব্যয়ে মহেশখালীর মাতারবাড়ীতে ১২শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প। এছাড়াও মাতারবাড়িতে ১৭হাজার ৭৭৭ কোটি টাকা ব্যয়ে গভীর সমুদ্র বন্দর নির্মিত হয়েছে।
মহেশখালীতে এলএনজি টার্মিনাল, এসপিএম প্রকল্প নতুন দিনের হাতছানি দিচ্ছে। সেই সাথে জেলাবাসীর স্বপ্নের রেল আসছে কক্সবাজারে। ১৮হাজার ৩৪কোটি টাকা ব্যয়ে দোহাজারী-কক্সবাজার পর্যন্ত ১০২কিমি রেল লাইন এখন প্রস্তুত। প্রস্তুত দেশের প্রথন আইকনিক রেল ষ্টেশন। কক্সবাজার বিমানবন্দর আন্তজার্তিক মানে উন্নীতকরণের কাজ প্রায় শেষের দিকে। ১৫শ ৬৮কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ,২৭৫কোটি টাকা ব্যয়ে আন্তজার্তিক পেসেঞ্জার টার্মিনাল ভবণ নির্মাণ।এছাড়াও ২হাজার ১৫কোটি ব্যয়ে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজও শেষের দিকে।
অন্যদিকে টেকনাফের সাবরাংয়ে ১১শ ৬৪ একর জমিতে পর্যটন অর্থনৈতিক অঞ্চল,নাফ ট্যুরিজম পার্ক,৮০ কি: মি: দীর্ঘ মেরিন ড্রাইভ,সোনাদিয়ার ইকো পার্ক তৈরি করছে নতুন এক পর্যটন সম্ভাবনা এমনই বলছেন কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী।
২৮৮কোটি টাকা ব্যয়ে শহরের লিংকরোড-লাবনী পর্যন্ত সড়ক ৪লেনে উন্নীতকরণ, ২৫৮কোটি ২৬লক্ষ টাকা ব্যয়ে পর্যটন শহরের প্রধান সড়ক প্রসস্থকরণের কাজ শেষ হয়েছে। যার সুফল ভোগ করছে পর্যটক ও স্থানীয়রা। এছাড়া প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে পর্যটন নগরীর মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। ১শ ৫৫ কোটি টাকা ব্যয়ে এই মহাপরিকল্পনা বা মাস্টার প্ল্যান প্রনয়নের কাজ চলছে বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর (অব:) নুরুল আবছার।
অন্যদিকে খুরুশকুলের জলবায়ু উদ্বাস্ত ৪হাজার ৪শ ৯ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প, ১হাজার ৪শ ৬৭কোটি ব্যয়ে ১৩৯টি ভবণ নির্মাণ চলছে দ্রুত গতিতে। কক্সবাজার মেডিকেল কলেজ, রামুর বিকেএসপি, রামুর পেচারদ্বীপে জাতীয় সমুদ্র গবেষণা ইনষ্টিটিউট, সাগরতীরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুরুশকুলের বায়ু বিদ্যুৎ প্রকল্প কক্সবাজারকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় বলে মন্তব্য কক্সবাজার ৩ (সদর- রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
সম্প্রতি কক্সবাজারের মানুষের অন্যতম প্রাণের দাবী কক্সবাজারের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এভাবেই প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বদলে গেছে কক্সবাজার । সেই বদলে যাওয়া কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন ১১ই নভেম্বর। তিনি সব প্রকল্প উদ্বোধনের পর মাতারবাড়ি জনসভায় বক্তব্য রাখবেন।